প্রসেনজিৎ ধর, কলকাতা :- বালিগঞ্জে ব্যাঙ্ক আধিকারিকের স্ত্রীর রহস্যমৃত্যু। বৃহস্পতিবার সকালে উদ্ধার করা হয়েছে তাঁর ঝুলন্ত দেহ। মহিলার বাড়িতে ওই সময়ে তাঁর দুই সন্তান ঘুমোচ্ছিল বলে জানিয়েছে পুলিশ। উপস্থিত ছিলেন তাঁর স্বামীও।বালিগঞ্জের ডোভার পার্ক এলাকার ঘটনা। নিহত বছর বত্রিশের রেশমি বর্মা দুই সন্তানের মা। ব্যাঙ্কের কোয়ার্টারে থাকতেন তাঁরা। প্রাথমিকভাবে পুলিশের অনুমান, সন্তানদের ঘুম পাড়িয়ে মহিলা আত্মহত্যা করেছেন। তবে কেন এই সিদ্ধান্ত, তা স্পষ্ট নয়। গোটা বিষয়টি খতিয়ে দেখছে পুলিশ।
পরিবারের দাবি, বুধবার রাতে খাওয়াদাওয়ার পর ঘুমোতে যান। সন্তানদের ঘুম পাড়ান। এরপর বৃহস্পতিবার সকালে দেখা যায় ওই ঘরে নেই বধূ। পাশের ঘরে গিয়ে চোখ কপালে ওঠে সকলের। দেখা যায় সিলিং ফ্যান থেকে ঝুলছেন বধূ।খবর দেওয়া হয় পুলিশে। দেহ উদ্ধার করে পুলিশ ময়নাতদন্তে পাঠায়। প্রাথমিকভাবে পুলিশের অনুমান, হয়তো বাচ্চারা ঘুমিয়ে পড়ার পর পাশের ঘরে গিয়ে আত্মহত্যা করেন বধূ। কী কারণে মাত্র ৩২ বছরে নিজের জীবন শেষ করার মতো চরম সিদ্ধান্ত নিলেন বধূ? ঘটনার সময় স্বামী বাড়িতে ছিলেন। তাহলে কী দাম্পত্যে কলহে নিজেকে শেষ করে দিলেন? কী নিয়েই বা ঝগড়াঝাটি হয় তাঁদের? নাকি বধূর মৃত্যুর নেপথ্যে রয়েছে অন্য কোন কারণ। ময়নাতদন্তের রিপোর্ট পাওয়ার পরই মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে বলেই আশা তদন্তকারীদের।উল্লেখ্য, গতকাল অর্থাৎ বুধবার গড়িয়া স্টেশন সংলগ্ন বালিয়ার একটি ফ্ল্যাট থেকে বাবা-মা ও তাঁদের ছেলের মৃতদেহ উদ্ধার করেছে নরেন্দ্রপুর থানার পুলিশ। বাড়ির ভিতর থেকে পচা গন্ধ বেরোতে দেখে প্রতিবেশীরাই খবর দেন থানায়।