Breaking News

‘‌আজ রাতে হোক ডিম–পাউরুটি’‌, ‘প্রজাপতি’ ছবির গানের প্যারোডি এবার সিপিএমের থিম সং!

প্রসেনজিৎ ধর, কলকাতা :- একুশের নির্বাচনের সময় সিপিএমের থিং সং হয়ে উঠেছিল ‘‌টুম্পা সোনা’‌। এবার ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে সিপিএমের যুব সংগঠনের ‘‌ইনসাফ সভা’‌‌র আয়োজন করা হয়েছে। এবার সেই আন্দোলনের সভা নিয়ে তৈরি হয়েছে গানের প্যারোডি। এবার যুব সংগঠনের ব্রিগেডের আগে সিপিএমের যুব সংগঠন ডিওয়াইএফআইয়ের ভরসা ‘প্রজাপতি’ ছবির ‘ডিম–পাউরুটি’ গানের প্যারোডি। আগামী রবিবার যুব সংগঠনের ডাকা ব্রিগেড সমাবেশের জন্য ‘থিম সং’ প্রকাশ করল সিপিএম। সামাজিক মাধ্যমে সেটা ছড়িয়ে দেওয়া হয়েছে।‘ডিম-পাউরুটি গানটির প্যারোডি করে বুধবার রাতে সোশাল মিডিয়ায় দিয়েছে ডিওয়াইএফআই।

সিপিএমের রাজ্য সম্পাদক মহম্মদ সেলিমের প্রোফাইলেও রয়েছে ওই গান। ‘প্রজাপতি’ ছবির ‘ডিম-পাউরুটি’ গানটির বেশ কিছু সংলাপ অবিকল ব্যবহার হয়েছে বামেদের প্যারোডিতে। ওই প্যারোডিতে তৃণমূল এবং বিজেপি দুই শিবিরকে আক্রমণ করা হলেও তৃণমূল বিরোধিতার ঝাঁজই যেন বেশি। তবে এই প্যারোডি প্রকাশের পর দলের অন্দরেই প্রশ্ন উঠছে, এক সময় যে বামেরা গণসঙ্গীতের মাধ্যমে আমজনতার দৃষ্টি আকর্ষণ করত, সেই বামেদের এখন এভাবে প্যারোডি ব্যবহার করতে হচ্ছে কেন?অন্যদিকে সরাসরি এই প্রশ্নের উত্তর দেননি কোনও সিপিএম নেতা। তবে নামপ্রকাশে অনিচ্ছুক রাজ্য কমিটির এক নেতা বলেন, ‘‌যুগের সঙ্গে তাল মিলিয়ে চলতে হবে। তাই প্যারোডি। তাছাড়া বৃদ্ধতন্ত্রের তকমা ঝেড়ে ফেলতে মরিয়া সিপিএম। পক্ককেশধারী নয়, তরুন প্রজন্মকে ব্রিগেডে টেনে আনতে মরিয়া হয়ে উঠেছে আলিমুদ্দিন। তার উপর লোকসভা নির্বাচনের আগে নতুন বার্তা দিতে ৭ জানুয়ারি ব্রিগেড সমাবেশ ডাকা হয়েছে। যেখানে কালো মাথা দেখতে চাইছেন নেতারা।’‌ সম্প্রতি বামফ্রন্ট চেয়ারম‌্যান বিমান বসু আহ্বান করেন, তরুণ প্রজন্মকে এগিয়ে আসতে হবে। আগে যাঁরা প্যারোডি গান তৈরি করেছিলেন, তাঁরা ব্যক্তি প্রচারে নেমে ছিলেন। তাই এবার কোনও ব্যক্তির নাম উল্লেখ করা হচ্ছে না। গানটি সংগঠিত প্রয়াস হিসেবে দেখানো হচ্ছে।

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *