দেবরীনা মণ্ডল সাহা, কলকাতা :- কামারহাটি এলাকায় তৃণমূল কংগ্রেস কর্মীকে লক্ষ্য করে গুলি চালাল একদল দুষ্কৃতী। আজ, বৃহস্পতিবার দুপুরে এই শুটআউটের ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক আলোড়ন ছড়িয়ে পড়েছে মদন মিত্রের বিধানসভা কেন্দ্রে। গুলিবিদ্ধ তৃণমূল কংগ্রেস কর্মীর নাম আসিফ ওরফে কাল্লু। তাঁকে সাগরদত্ত মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। সেখানে ওই তৃণমূল কংগ্রেস কর্মীর অবস্থা অবনতি হলে দক্ষিণ কলকাতার এসএসকেএম হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। আসিফের হাতে ও পা গুলি লেগেছে বলে অভিযোগ।স্থানীয় সূত্রে খবর, আজ দুপুরে কামারহাটির ষষ্ঠীতলা এলাকায় দু’তিনজন দুষ্কৃতী আসিফ ওরফে কাল্লুকে লক্ষ্য করে গুলি চালায় বলে অভিযোগ। তাঁর হাতে ও পায়ে গুলি লাগে। এই বিধানসভা কেন্দ্রের বিধায়ক মদন মিত্র।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, কাল্লু এলাকার প্রভাবশালী তৃণমূল কর্মী। এলাকারই আরও এক গোষ্ঠী গুডিয়া, রিঙ্কুয়া নামে দু’জনের তাঁর বিবাদ ছিল। এলাকা দখলের লড়াই ছিল তাঁদের মধ্যে। সেকথা নিজেই জানিয়েছেন কাল্লু। বৃহস্পতিবার সকালে ষষ্ঠীতলা দিয়ে হেঁটে যাচ্ছিলেন কাল্লু।অভিযোগ, সে সময়ে ৬-৭ জন তাঁকে ঘিরে ধরেন। তাঁকে লক্ষ্য করে তিন রাউন্ড গুলি চালায়। একটি গুলি হাতে লাগে, একটি পায়ে লাগে। আরেকটি গুলি বেরিয়ে যায়। গুলির শব্দ শুনতে পেয়ে ছুটে আসেন স্থানীয় বাসিন্দারা। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ। রক্তাক্ত অবস্থায় কাল্লুকে উদ্ধাক করে সাগরদত্ত মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে প্রাথমিক চিকিৎসার পর তাঁকে কলকাতায় স্থানান্তরিত করা হয়েছে।এলাকার কাউন্সিলর আফসানা খাতুন বলেন, “গুড্ডুদের বন্ধু কাল্লু। ওরা তোলাবাজি করে। আমি বাধা দিয়েছিলাম। আমি মানুষের পাশে রয়েছি। কিন্তু তোলাবাজি করতে দেব না কাউকেই। রিঙ্কুয়ার বন্ধু কাল্লু। ওই তোলাবাজরাই আমাদের দল খেয়ে ফেলছে। আর তোলাবাজরা কোনও দলের হয় না।”