দেবরীনা মণ্ডল সাহা,কলকাতা :- রেশন বণ্টন দুর্নীতিতে সন্দেশখালির সরবেড়িয়ায় তৃণমূল নেতা শাহজাহান শেখের বাড়িতে তল্লাশিতে ইডি আধিকারিকদের আক্রান্ত হওয়ার ঘটনায় সরকারকে দ্রুত পদক্ষেপ করার পরামর্শ দিলেন রাজ্যপাল সিভি আনন্দ বোস। একই সঙ্গে শুক্রবার বিকেলে রাজ্যের মুখ্যসচিব, স্বরাষ্ট্রসচিব ও রাজ্য পুলিশের ডিজিকে রাজভবনে তলব করেছেন তিনি। এক অডিয়ো বার্তায় রাজ্যপাল বলেছেন, ‘উপযুক্ত পদক্ষেপ না করলে ফল ভোগার জন্য যেন প্রস্তুত থাকে রাজ্য সরকার।’সন্দেশখালিতে এদিন সকালে যে অনভিপ্রেত ও নজিরবিহীন হামলা হয়েছে ইডির উপর, তা ভয়াবহ ও উদ্বেগজনক বলেই মনে করছেন রাজ্যপাল বোস। সন্দেশখালির ঘটনা বিস্তারে জানতে শুক্রবার বিকেলে রাজ্যের মুখ্যসচিব বিপি গোপালিকা, স্বরাষ্ট্রসচিব নন্দিনী চট্টোপাধ্যায় ও রাজ্য পুলিশের ডিজি রাজীব কুমারকে তলব করেছেন সিভি আনন্দ বোস। এরপর জারি এক অডিয়ো বার্তায় তিনি বলেছেন, ‘যে ভয়াবহ ঘটনার খবর সন্দেশখালি থেকে পেয়েছি তা উদ্বেগজনক ও অগ্রহণযোগ্য।
বর্বরতা ও তাণ্ডব বন্ধ করা গণতন্ত্রে যে কোনও সভ্য সরকারের দায়িত্ব। সরকার তার প্রাথমিক দায়িত্ব পালনে অক্ষম হলে সংবিধান তার পথে চলবে। রাজ্যপাল হিসাবে এই ঘটনায় উপযুক্ত পদক্ষেপ নিতে আমি আমার সমস্ত সাংবিধানিক অধিকার সংরক্ষিত রাখছি’।শুক্রবার সকালে সন্দেশখালির ঘটনাকে কেন্দ্র করে রাজ্য-রাজনীতিতে সরগরম পড়ে যায়। রাজ্যের আইনশৃঙ্খলার অবনতি ঘটছে, এই অভিযোগ তুলে কেন্দ্রের হস্তক্ষেপের দাবি করছে বিজেপি। পাল্টা তৃণমূল ইডির বিরুদ্ধেই প্ররোচনার অভিযোগ তুলেছে। এমনকী সন্দেশখালির ঘটনায় কড়া পর্যবেক্ষণ জানিয়েছেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ও। এক আইনজীবী এই ঘটনা বিচারপতির দৃষ্টি আকর্ষণ করানোর পর তিনি বলেন, ‘রাজ্যপাল কেন ঘোষণা করছেন না যে এ রাজ্যে সাংবিধানিক পরিকাঠামো ভেঙে পড়েছে?’