Breaking News

‘‌নতুন রাজনৈতিক জীবনের জন্য আগাম শুভকামনা’‌, বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে খোঁচা তৃণমূলের দেবাংশুর!

দেবরীনা মণ্ডল সাহা, কলকাতা :-সন্দেশখালির ঘটনা নিয়ে চূড়ান্ত সমালোচনা করেছেন কলকাতা হাইকোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। রাজ্যের আইন শৃঙ্খলা ভেঙে পড়েছে বলে দাবি করেন তিনি। এ ব্যাপারে রাজ্যপালের হস্তক্ষেপ দাবি করেছেন বিচারপতি গঙ্গোপাধ্যায়। এরপর সরাসরি তাঁকে আক্রমণ করলেন তৃণমূল কংগ্রেসের মুখপাত্র দেবাংশু ভট্টাচার্য।বিচারপতি এদিন জানান, রাজ্যের আইনশৃঙ্খলা ভেঙে পড়েছে।

রাজ্যপাল কেন কোনও পদক্ষেপ করছেন না?‌ এই প্রশ্ন তোলার পরই রাজ্যপাল সিভি আনন্দ বোস সক্রিয় হয়ে ওঠেন। শুভেন্দু অধিকারী, সুকান্ত মজুমদার, নিশীথ প্রামাণিক থেকে শুরু করে বিজেপি নেতারা অমিত শাহকে ফোন করতে শুরু করেন। এনআইএ তদন্তের দাবি তোলেন গেরুয়া শিবিরের নেতারা। এমন পরিস্থিতিতে আসরে নামেন তৃণমূল কংগ্রেসের যুব নেতা তথা আইটি সেলের ইনচার্জ দেবাংশু ভট্টাচার্য। বিচারপতি গঙ্গোপাধ্যায়কে সরাসরি আক্রমণ করলেন দেবাংশু বলেন, ‘পশ্চিমবঙ্গে রাষ্ট্রপতি শাসনের দাবি জানালেন বিজেপি নেতা অভিজিৎ গঙ্গোপাধ্যায়। নতুন রাজনৈতিক জীবনের জন্য তাঁকে আগাম শুভকামনা।’ উল্লেখ্য, এর আগেও একাধিক ইস্যুতে বিচারপতি গঙ্গোপাধ্যায়কে আক্রমণ করতে দেখা গিয়েছে দেবাংশু ভট্টাচার্যকে। মূলত, এর আগে বিচারপতি গঙ্গোপাধ্যায়ের সঙ্গে সিপিএমের যোগসাজশের কথা বলেছেন দেবাংশু। এবার সরাসরি তাঁকে বিজেপি নেতা বলে কটাক্ষ তাঁর।

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *