Breaking News

রাজ্যের পড়ুয়াদের জন্য বিরাট ঘোষণা মমতার!ধনধান্য স্টেডিয়ামে ‘যোগ্যশ্রী’ প্রকল্পের সূচনা করলেন মুখ্যমন্ত্রী

দেবরীনা মণ্ডল সাহা, কলকাতা :- সোমবার ধনধান্য প্রেক্ষাগৃহে যোগ্যশ্রী প্রকল্পের সূচনা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এই প্রকল্পে জয়েন্ট এন্ট্রান্স, নিট পরীক্ষা থেকে শুরু করে নানা প্রবেশিকা পরীক্ষায় বিনামূল্যে প্রশিক্ষণ দেওয়া হবে। তাই এই প্রকল্পের নামই ‘যোগ্যশ্রী’| লোকসভা নির্বাচনের প্রাক্কালে এই প্রকল্প ঘোষণা করে কার্যত মাস্টারস্ট্রোক দিলেন মুখ্যমন্ত্রী। আবার আজ থেকে কলকাতা পুলিশের অন্তর্ভুক্ত হয়ে গেল ভাঙড়। সেটারও সূচনা করলেন মুখ্যমন্ত্রী। আর তারপরই জানালেন, প্রত্যেক বছর ১–৭ জানুয়ারি পালন হবে ছাত্র সপ্তাহ।রাজ্যের ছাত্রছাত্রীদের জন্য বিরাট খবর। এসসি, এসটি ছাত্রছাত্রীদের জন্য আজ থেকে বিনামূল্যে প্রশিক্ষণের ব্যবস্থা করা হল। যার নাম দেওয়া হল যোগ্যশ্রী। স্টুডেন্টস ইন্টার্নশিপ স্কিম আজ থেকে চালু। ছোট থেকেই সরকারি কাজে প্রশিক্ষণ। ২৫০০ ছাত্র-ছাত্রীকে দেওয়া হবে সুযোগ। তাদের যোগ্যতা বিচার করে চাকরি রিনিউ হতে পারে। ইন্টার্নশিপে ১০ হাজার করে পাবেন তাঁরা। কলকাতার নেতাজি ইন্ডোর থেকে এমনই ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।তিনি বলেন, ”অনেক জায়গায় ইংরেজি প্রশিক্ষণ দেওয়া হচ্ছে। wbcs অফিসাররা এক সময় ইংরেজি ড্রাফট করতে যথাযথ পারত না বলে নানা অসুবিধার কথা বলত। এখন তাদের ব্রিটেনে পাঠানো হচ্ছে। তারা প্রশিক্ষণ নিয়ে আসছেন। গরীব হয়ে জন্মানো অপরাধ নয়। মানুষ করে গড়ে তোলা আমাদের কাজ। উচ্চশিক্ষার জন্যে আমাকেও মটর-মালা বিক্রি করতে হয়েছিল।”প্রকল্পের মাধ্যমে তফসিলি জাতি এবং আদিবাসী পড়ুয়াদের নিখরচায় সরকারি চাকরির প্রবেশিকা থেকে শুরু করে প্রশিক্ষণ মিলবে।

মুখ্যমন্ত্রী বলেন, ‘‌তৃণমূল কংগ্রেস সরকার ইংরেজি মাধ্যম স্কুল চালু করেছে। রাজ্যের পড়ুয়াদের ইংরেজিতে পোক্ত করার জন্য প্রশিক্ষণ দেওয়া হচ্ছে। ১ কোটি ১৫ লক্ষ ছেলেমেয়ে সবুজসাথীর সাইকেল পেয়েছে। ৮৬ লক্ষেরও বেশি মেয়ে কন্যাশ্রী পাচ্ছেন। উৎকর্ষ বাংলা তৈরি করবে রাজ্য সরকার। স্কিলড ট্রেনিং প্রোগ্রামে বাংলা এখন দেশের মধ্যে এক নম্বরে। কলকাতা পুলিশের দশম ডিভিশন হল ভাঙড়।’‌ছাত্র অবস্থাতেই এবার সরকারি কাজে প্রশিক্ষণের সুযোগ মিলবে। ইন্টার্নশিপের সুযোগ দিচ্ছে রাজ্য সরকার। ইন্টার্নশিপ শেষে মিলবে সার্টিফিকেট। প্রশিক্ষণ পর্বে প্রতি মাসে ১০ হাজার টাকা দেওয়ার কথা ঘোষণা করেন মুখ্যমন্ত্রী। মমতা বন্দ্যোপাধ্যায়ের কথায়, ‘‌স্টুডেন্ট ইন্টার্নশিপ স্কিম চালু হল। আমি চাই ছাত্র অবস্থা থেকেই ছেলেমেয়েরা প্রশিক্ষণ নিতে পারবে। প্রশিক্ষণে তাঁরা সাফল্য পেলে সার্টিফিকেট পাবে। এক বছরের জন্য ইন্টার্নশিপ দেওয়া হচ্ছে আড়াই হাজার ছাত্রছাত্রীকে। এই বছর থেকে চালু হল। যদি তাঁরা ভাল কাজ করে, যোগ্যতার মাপকাঠি অনুযায়ী চাকরি রিনিউ করাও যেতে পারে। একেবারে তৃণমূল স্তর থেকে কাজের লোক তুলে আনার চেষ্টা করছি। মাসে ১০ হাজার টাকা রেমুনারেশন পাবে ইন্টার্নশিপের সময়। এতে ছাত্রজীবন থেকে প্রশাসনের কাজ সম্পর্কে ধারণা হয়ে যাবে। এই প্রকল্পের নাম দিলাম যোগ্যশ্রী।’‌

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *