দেবরীনা মণ্ডল সাহা, কলকাতা :- সোমবার ধনধান্য প্রেক্ষাগৃহে যোগ্যশ্রী প্রকল্পের সূচনা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এই প্রকল্পে জয়েন্ট এন্ট্রান্স, নিট পরীক্ষা থেকে শুরু করে নানা প্রবেশিকা পরীক্ষায় বিনামূল্যে প্রশিক্ষণ দেওয়া হবে। তাই এই প্রকল্পের নামই ‘যোগ্যশ্রী’| লোকসভা নির্বাচনের প্রাক্কালে এই প্রকল্প ঘোষণা করে কার্যত মাস্টারস্ট্রোক দিলেন মুখ্যমন্ত্রী। আবার আজ থেকে কলকাতা পুলিশের অন্তর্ভুক্ত হয়ে গেল ভাঙড়। সেটারও সূচনা করলেন মুখ্যমন্ত্রী। আর তারপরই জানালেন, প্রত্যেক বছর ১–৭ জানুয়ারি পালন হবে ছাত্র সপ্তাহ।রাজ্যের ছাত্রছাত্রীদের জন্য বিরাট খবর। এসসি, এসটি ছাত্রছাত্রীদের জন্য আজ থেকে বিনামূল্যে প্রশিক্ষণের ব্যবস্থা করা হল। যার নাম দেওয়া হল যোগ্যশ্রী। স্টুডেন্টস ইন্টার্নশিপ স্কিম আজ থেকে চালু। ছোট থেকেই সরকারি কাজে প্রশিক্ষণ। ২৫০০ ছাত্র-ছাত্রীকে দেওয়া হবে সুযোগ। তাদের যোগ্যতা বিচার করে চাকরি রিনিউ হতে পারে। ইন্টার্নশিপে ১০ হাজার করে পাবেন তাঁরা। কলকাতার নেতাজি ইন্ডোর থেকে এমনই ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।তিনি বলেন, ”অনেক জায়গায় ইংরেজি প্রশিক্ষণ দেওয়া হচ্ছে। wbcs অফিসাররা এক সময় ইংরেজি ড্রাফট করতে যথাযথ পারত না বলে নানা অসুবিধার কথা বলত। এখন তাদের ব্রিটেনে পাঠানো হচ্ছে। তারা প্রশিক্ষণ নিয়ে আসছেন। গরীব হয়ে জন্মানো অপরাধ নয়। মানুষ করে গড়ে তোলা আমাদের কাজ। উচ্চশিক্ষার জন্যে আমাকেও মটর-মালা বিক্রি করতে হয়েছিল।”প্রকল্পের মাধ্যমে তফসিলি জাতি এবং আদিবাসী পড়ুয়াদের নিখরচায় সরকারি চাকরির প্রবেশিকা থেকে শুরু করে প্রশিক্ষণ মিলবে।