প্রসেনজিৎ ধর, কলকাতা :-শিক্ষা দুর্নীতি মামলায় আজই চূড়ান্ত চার্জশিট জমা করল সিবিআই। নিয়োগ দুর্নীতির চারটি মামলার তদন্ত শেষ করেছে সেন্ট্রাল ব্যুরো অফ ইনভেস্টিগেশন। নবম-দশম, একাদশ-দ্বাদশ, গ্রুপ-সি এবং গ্রুপ-ডি’র মামলায় চূড়ান্ত চার্জশিট পেশ করা হয়েছে আলিপুরে বিশেষ সিবিআই আদালতে। আগামীকাল হাইকোর্টে শুনানির আগে সোমবার জমা পড়ল চার্জশিট। নিয়োগ দুর্নীতির চারটি মামলার তদন্ত শেষ। চূড়ান্ত চার্জশিট পেশ করল সিবিআই। এদিন নবম-দশম, একাদশ-দ্বাদশ, গ্রুপ-সি এবং গ্রুপ-ডি’র মামলায় চূড়ান্ত চার্জশিট পেশ করা হয়েছে আলিপুরে বিশেষ সিবিআই আদালতে। নবম-দশম মামলায় পার্থ চট্টোপাধ্যায়-সহ ৭ জনের নাম রয়েছে বলে খবর। গ্রুপ সি মামলার চার্জশিটে রয়েছে শিক্ষাদপ্তরের এক উচ্চপদস্থ আধিকারিকের নাম।
আগামী সপ্তাহে প্রাথমিক মামলায়ও চূড়ান্ত চার্জশিট পেশ হতে পারে বলেই খবর। সিবিআই সূত্রের খবর, চূড়ান্ত চার্জশিটে একাধিক এজেন্টদের নাম থাকছে। নবম-দশম মামলায় পার্থ চট্টোপাধ্যায় সহ ৭ জনের নাম রয়েছে। আগামী সপ্তাহে প্রাথমিকের মামলায়ও চূড়ান্ত চার্জশিট পেশ হতে পারে বলে জানা গিয়েছে। নিয়োগ দুর্নীতির তদন্তে কলকাতার বড়বাজার, মানিকতলা, আলিপুর, গণেশচন্দ্র অ্যাভিনিউ, নারকেলডাঙা সহ মোট ১০ টি জায়গায় তল্লাশি অভিযান চালিয়েছিল ইডি। সেখান থেকেই আর্থিক লেনদেন সহ প্রায় ৩ হাজার পাতার নথি উদ্ধার করেছে কেন্দ্রীয় এজেন্সি। সঙ্গে রয়েছে কিছু নগদ টাকা ও জমির দলিল, ১৪ টি মোবাইল, ৪ টি ল্যাপটপ, বেশ কয়েকটি হার্ড ডিস্ক। সম্প্রতি ইডি দাবি করেছে, নিয়োগ দুর্নীতিকাণ্ডের তদন্তে নেমে যে মোবাইলগুলি বাজেয়াপ্ত করা হয়েছে সেখান থেকে একটি হোয়াটসঅ্যাপ গ্রুপের খোঁজ মিলেছে। যে গ্রুপের অ্যাডমিন ছিলেন অয়ন শীল। সেই হোয়াটসঅ্যাপ গ্রুপ থেকে কোনও তথ্য কি মুছে ফেলা হয়েছে কিংবা মেসেজের মাধ্যমে কোনও ‘বিশেষ’ বার্তা আদানপ্রদান করা হয়েছে? এই সমস্ত তথ্যই যাচাই করে দেখতে চায় ইডি। যার জন্য ফরেন্সিকের সাহায্য নেওয়া হয়েছে বলে সূত্রের খবর।