Breaking News

‘যোগ্যদের ৬০ বছরেও বিদায় দিই না আমরা’, নবীন-প্রবীণ বিতর্কে সরাসরি বার্তা দিলেন মমতা!

প্রসেনজিৎ ধর, কলকাতা :-‘৩৬ বছর বয়সে যা সম্ভব, ৭০ বছর বয়সে তা সম্ভব নয়’. তৃণমূলের সেকেন্ড-ইন-কমান্ড অভিষেক বন্দ্যোপাধ্যায় এই মন্তব্য করার ২৪ ঘণ্টা পরই সুপ্রিমো মমতা বন্দোপাধ্যায় বললেন, “যোগ্যদের ৬০ বছরে বিদায় দিই না।’ শাসক দলে মধ্যে নবীন-প্রবীণ দ্বন্দ্ব নিয়ে বারবার আঙুল তুলছে বিরোধীরা। বয়সের বিচারে শাসক দল দ্বিধাবিভক্ত? এই নিয়ে চর্চা চলছে রাজনৈতিক মহলে। তারই মধ্যেই মমতার কথায় বাড়ল জল্পনা।

রবিবার পৈলানে জনসভা থেকেই অভিষেক বন্দ্যোপাধ্যায় ফের উস্কে দিয়েছিলেন নবীন-প্রবীণ দ্বন্দ্ব। কোনও দ্বন্দ্ব নেই, বলেও ইঙ্গিতে প্রবীণ আর নবীনদের ভূমিকার তফাৎ বুঝিয়েছিলেন। দল আমায় যখন যে দায়িত্ব দিয়েছে, পালন করেছি। নবজোয়ার করতে বলেছিল, করেছি। আমি ৩৬ বছর বয়সে এসব করেছি। ৭০ বছর বয়স হলে কি পারতাম এত কাজ করতে?” সোমবার মেলার প্রস্তুতি পরিদর্শন করতে গঙ্গাসাগরে গিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। সেখানে হেলিপ্যাডে নেমে সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে মমতা বলেন “যারা যোগ্য লোক, তাদের কিন্তু আমরা ৬০ বছরে বিদায় দিই না। তাদের কাজকর্ম, অভিজ্ঞতা পুরো কাজে লাগাই।” কার বা কাদের সম্পর্কে এমন মন্তব্য করলেন, তা স্পষ্ট নয়। এদিকে, গতকাল রবিবার নিজের লোকসভা কেন্দ্র ডায়মন্ড হারবারের একটি সভায় দাঁড়িয়ে কার্যত, সেই নবীনের পক্ষেই সওয়াল করেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। তাঁর বক্তব্যের পিছনে যুক্তিও দিয়েছেন।

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *