দেবরীনা মণ্ডল সাহা,কলকাতা :- অযোধ্যায় রাম মন্দিরের উদ্বোধন হবে ২২ জানুয়ারি। এই উপলক্ষে শুধু রামভূমিই নয়, প্রস্তুতি নিচ্ছে গোটা দেশ। প্রস্তুতি শুরু বিজেপিরও। বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা ইতিমধ্যেই নির্দেশ দিয়েছেন এদিন যেন দেশজুড়ে অকাল দীপাবলি পালন করা হয়। এবার জানা যাচ্ছে, ২২ তারিখ অযোধ্যায় যাবেন না শুভেন্দু অধিকারী। সকালে নিজের বিধানসভা এলাকা নন্দীগ্রামে অনুষ্ঠানে থাকবেন তিনি। তারপরে কলকাতায় গিরিশ পার্কের রাম মন্দিরের পুজো অনুষ্ঠানে অংশ নেবেন।দলীয় নির্দেশ মেনে তৈরি হচ্ছে তাঁর পশ্চিমবঙ্গের কর্মসূচি। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দেশবাসীকে ওই দিন অযোধ্যায় না গিয়ে নিজ নিজ স্থানেই রাম প্রদীপ জ্বালানোর কথা বলেছেন। আর দলীয় নেতা-কর্মীদের একই নির্দেশ দিয়েছেন।তাই সেই নির্দেশ মেনে বিরোধী দলনেতা তাঁর ওই দিনের কর্মসূচি তৈরি করছেন বলেই বিজেপি সূত্রে খবর। ২২ জানুয়ারি তাঁর প্রথম কর্মসূচি হতে পারে নিজের বিধানসভা কেন্দ্র নন্দীগ্রামে। সেখানেই বিধানসভা এলাকার বিজেপি নেতা-কর্মী এবং সাধারণ মানুষকে নিয়ে রামমন্দিরের উদ্বোধন উদযাপন করবেন তিনি। নিজের বিধানসভা কেন্দ্রের কর্মসূচি শেষে শুভেন্দু রওনা দেবেন কলকাতায়।
জোড়াসাঁকো বিধানসভা এলাকায় রয়েছে একটি রামমন্দির। অযোধ্যায় রামমন্দিরের উদ্বোধন উপলক্ষে সেখানেও বড়সড় পুজোর আয়োজন করা হচ্ছে। নন্দীগ্রাম থেকে সরাসরি শুভেন্দুর আসার কথা জোড়াসাঁকোর রামমন্দিরে। সেখানে পুজো শেষ করে কলকাতাতেই মন্দিরের উদ্বোধন উপলক্ষে একটি মিছিল করবেন তিনি।বিজেপি পরিষদীয় দল সূত্রে খবর, শুভেন্দুর মতোই বিজেপি বিধায়কেরাও ওই দিন নিজ নিজ এলাকায় থেকেই দিনটি পালন করবেন। তবে ২২ তারিখ উদ্বোধন পর্ব মিটে গেলে, ২৬ জানুয়ারি থেকে রাজ্যের বিজেপি নেতা-কর্মীরা অযোধ্যায় রামমন্দির দর্শন করতে যেতে পারেন। সেই পর্বেই বিরোধী দলনেতা এবং বিজেপি বিধায়কেরা সেখানে গিয়ে রামমন্দিরে যেতে পারেন বলে সূত্রের খবর।
Hindustan TV Bangla Bengali News Portal