Breaking News

সঙ্গীত জগতে ইন্দ্রপতন!প্রয়াত বিশিষ্ট সঙ্গীতশিল্পী রশিদ খান

প্রসেনজিৎ ধর, কলকাতা :- না ফেরার দেশে পাড়ি দিলেন বিশিষ্ট সঙ্গীতশিল্পী রশিদ খান| মাসখানেক ধরেই আশঙ্কাজনক অবস্থায় কলকাতার বেসরকারি হাসপাতালে ভর্তি ছিলেন তিনি। এদিন সকালে তাঁর অবস্থার অবনতি হয়। তাঁকে সঙ্কটজনক অবস্থায় আইসিইউ-এ ট্রান্সফার করা হয়েছে। ভেন্টিলেশন সাপোর্টে ছিলেন শিল্পী।

কিন্তু চিকিৎসকদের সব চেষ্টা বিফলে গেল। এদিন হাসপাতালে দুপুর ৩.৪৫-এ তাঁর মৃত্যু হয়। তাঁর বয়স হয়েছিল ৫৬ বছর। তাঁর মৃত্যুতে শোকের ছায়া শিল্পী মহলে। আজ রাতে পিস ওয়ার্ল্ডে রাখা থাকবে তাঁর দেহ। কাল গান স্যালুটের পর দেহ যাবে বাড়িতে। রামপুর-সাসওয়ান ঘরানার প্রতিষ্ঠাতা ইনায়েত হুসেন খাঁ-সাহিবের প্রপৌত্র উস্তাদ রশিদ খান। এই ঘরানার অন্যতম জনপ্রিয় ও বিখ্যাত শিল্পী। উত্তরপ্রদেশের বদায়ূঁতে জন্ম তাঁর। রশিদ তালিম নিয়েছেন এই ঘরানারই আর এক দিকপাল উস্তাদ নিসার হুসেন খাঁ-সাহিবের কাছ থেকে, যিনি সম্পর্কে তাঁর দাদু। তবে শুধু দাদুর কাছেই নয়, গোয়ালিয়র ঘরানার উস্তাদ গুলাম মুস্তাফা খাঁ-সাহিবের থেকেও তালিম নিয়েছেন তিনি, যিনি সম্পর্কে রশিদের মামা।সঙ্গীত জগতে উস্তাদ রাশিদ খানের অবদান কতখানি, তা নতুন করে বলে দিতে হয় না। সকলের অন্তরেই যেন তাঁর কণ্ঠ আর গানের বাস। পদ্মশ্রী, বঙ্গ ভূষণ, সঙ্গীত নাটক অ্যাকাডেমির মতো পুরস্কার রয়েছে তাঁর ঝুলিতে। এমন এক শিল্পীর অকালে প্রয়াণে স্তব্ধ সকলেই।

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *