পার্থ মুখার্জি:- ভোট আসতেই ক্রমেই বাড়ছে বিজেপি-তৃণমূল দ্বন্দ্ব, কখনো প্রকাশ্যে ঝামেলা তো কখনো জনসভায় কটাক্ষ। প্রতিদিনই নিত্য নতুন বিষয়ে উত্তপ্ত হচ্ছে বাংলার পরিবেশ। বৃহস্পতিবার কোচবিহারের রাসমেলা ময়দান থেকে বিজেপির উত্তরবঙ্গ জোনের পরিবর্তন যাত্রার সূচনা করেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। এমনকি এই পরিবর্তন যাত্রা নিয়ে এদিন সভা থেকে বিজেপি নেতা সায়ন্তন বসু বলেন, “এখন পরিত্রাণ চাইছে অনেকে”। তবে বিজেপির কথায় চুপ থাকবে মা মাটি মানুষ এমনটাও হওয়ার নয়। তাই তৃণমূলের পাল্টা মন্তব্য, “এটা বিজেপির পরিবর্তন নয়, অন্তিম যাত্রা”। কোচবিহার থেকে শুরু হওয়া বিজেপির পরিবর্তন যাত্রার রথ শুক্রবার বিকেলে পৌঁছল শীতলকুচিতে। তার আগে মাথাভাঙায় রথকে স্বাগত জানান বিজেপি কর্মীরা। আর এই পরিবর্তন যাত্রা নিয়ে দুই পক্ষে চলছে চাপানউতোর। এর আগেও জননেত্রী বিজেপির উদ্দেশ্যে বলেন, ““রথযাত্রার নামে যাত্রা চলছে। রথ তৈরি করে ভোগের জিনিস নিয়ে যাত্রা করে বেড়াচ্ছে। রথে বিরিয়ানি আর ফূর্তি চলছে। এই রথযাত্রা দেখে লজ্জায় মাথা নীচু হয়। এটা জগন্নাথের রথও না, ইসকনের রথও না। জগন্নাথের রথযাত্রাকে কালিমালিপ্ত করছে। পাঁচতারা হোটেলের মত রথ তৈরি করেছে। জনগণের টাকায় ফূর্তি করছে। রথযাত্রার নামে বিজেপির নাটক দেখতে রাজি নই।”