নিজস্ব সংবাদদাতা :- স্বাস্থ্যসাথী কার্ড নিয়ে ফের বিড়ম্বনায় শাসক দল | এইবার সরকারি স্বাস্থ্যসাথী কার্ডের জন্য পূরণ করা ফর্ম গুচ্ছ গুচ্ছ পড়ে থাকতে দেখা গেলে নর্দমায় | শনিবার এই ঘটনাটি ঘটেছে পূর্ব মেদিনীপুরের মহিষাদলের সিনেমা মোড়ের কাছে পরিত্যক্ত এলাকায় | এই নিয়ে শাসক দলকে কটাক্ষ বিজেপির | অন্যদিকে এটা বিজেপির চক্রান্ত বলে পাল্টা অভিযোগ তৃণমূলের | জানা গেছে,শনিবার সকালে কয়েকজন এলাকাবাসী দেখতে পান সিনেমা মোড়ের কাছে নর্দমায় অনেকক কাগজ পড়ে রয়েছে | কৌতূহলবশত সেগুলি তাঁরা হাতে তুলে দেখেন, এইগুলো পূরণ করা স্বাস্থ্যসাথী ফর্ম | যতটা পড়া যাচ্ছে, তা থেকে বোঝা গিয়েছে, বেশির ভাগ ফর্মেই পূর্ব মেদিনীপুরের রামনগর-১ ব্লকের ঠিকানা লেখা | এই বিষয় নিয়ে বিজেপি কটাক্ষ করেছে রাজ্য সরকারকে | এটা সরকারের চূড়ান্ত গাফিলতি বলে অভিযোগ বিজেপির | অন্যদিকে নর্দমায় স্বাস্থ্যসাথী কার্ড পড়ে থাকাকে বিজেপির চক্রান্ত বলে অভিযোগ তৃণমূলের | শাসক দলের দাবি, রাজ্যের দশ কোটি মানুষ স্বাস্থ্যসাথীর সুবিধা পাচ্ছেন | তাই কিছু ফর্ম ফেলে দিয়ে বিজেপি সাধারণ মানুষকে দেখাতে চাইছে, স্বাস্থ্যসাথী কার্ডের পরিষেবা কিছু মানুষ পাচ্ছেন না |