Breaking News

ফের মাথাচাড়া দিচ্ছে করোনা!’মাস্ক ব্যবহার করুন’, সতর্কবার্তা মুখ্যমন্ত্রীর

প্রসেনজিৎ ধর, কলকাতা:- কোভিড মোকাবিলায় এবার রাজ্যবাসীকে সতর্ক থাকার বার্তা দিলেন মুখ্যমন্ত্রী। বললেন, ‘যাঁরা যাঁরা পারবেন, একটু করে মাস্ক ব্যবহার করবেন। বাইরে থেকে তো অনেক মানুষ এখানে আসে। কেউ কোথায় একটা রোগ নিয়ে চলে এল। তারপরেই এটা ছড়িয়ে পড়ে’।২০১৯ সালের শেষ দিক থেকে আতঙ্ক ছড়াতে শুরু করেছিল করোনা । ২০২০ সালের শুরুতে তা বিরাট আকার নেয়। মারণ ভাইরাসের দাপটে ঘরবন্দি হতে হয়েছিল দেশবাসীকে। মেনে চলতে হয়েছে একাধিক নির্দেশ। তার পর ধীরে ধীরে পরিস্থিতি আয়ত্তে এসেছে। টিকাকরণ হয়েছে। দাপট কমেছে করোনার।

একবছরের ব্যবধানে ফের মাথা চাড়া দিচ্ছে করোনা। বাংলায় বর্তমানে অ্যাকটিভ কেসের সংখ্যা ২৪৯। ২৪ ঘণ্টায় সংক্রমিত হয়েছেন ৪০ জন। সেই কারণেই রাজ্যবাসীকে সতর্ক করলেন মুখ্যমন্ত্রী।এদিন নবান্ন থেকে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, “পারলে সবাই মাস্ক পরবেন। প্রাইভেট নার্সিংহোমগুলোর কাছে আবেদন, আইসিসিইউ একটু স্যানিটাইজ করুন। সরকারি হাসপাতাল পরিচ্ছন্নই থাকে।” তিনি আরও বলেন, “একটু সতর্ক থাকতে হবে। আবার নতুন করে কিছু কিছু জায়গায় কোভিডের নতুন ভ্যারিয়্যান্ট দেখা যাচ্ছে। আমাদের এখানে কিছু খবর পাওয়া গেছে। করোনা যাতে ছড়িয়ে না পরে সেদিকে খেয়াল রাখুন। সবাইকে বলব যতটা পারবেন ততটা সতর্ক থাকবেন।” করোনা প্রসঙ্গে বলতে গিয়ে মুখ্যমন্ত্রী বলেন, “আমি পরিবারের দুজন সদস্যকে হারিয়েছি করোনার কারণে। তাই সকলকে বলব, আতঙ্কিত না হয়ে সতর্ক হন।”

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *