Breaking News

সব সম্পত্তি শ্বশুরের!নামে বেনামে থাকা সম্পত্তি নিয়ে চাঞ্চল্যকর বয়ান পার্থর জামাই কল্যাণের

দেবরীনা মণ্ডল সাহা,কলকাতা :- নিয়োগ দুর্নীতিতে জড়িয়ে বর্তমানে জেলে প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। তাঁর ঘনিষ্ঠের বাড়ি থেকে বিপুল নগদ উদ্ধার হয়েছে। এর মধ্যেই আরও চাপ বাড়াল পার্থ চট্টোপাধ্যায়ের উপরে। তাঁর উপরে চাপ বাড়ালেন তাঁর জামাই কল্যাণ ভট্টাচার্য। জানালেন, তাঁর নামে যা সম্পত্তি রয়েছে, তার মালিক আসলে শ্বশুর পার্থ চট্টোপাধ্যায়। প্রভাব খাটিয়ে ওই বেনামি সম্পত্তি করেছেন তিনি।সম্প্রতি মার্কিন যুক্তরাষ্ট্র থেকে কলকাতায় ফিরে আয়কর দফতরের কাছে বয়ান রেকর্ড করতে গিয়েছিলেন কল্যাণবাবু।

এর পর আয়কর দফতর সূত্রে জানা গিয়েছে, কল্যাণবাবু জানিয়েছেন, তাঁর নামে যে সম্পত্তি রয়েছে তার মালিক আসলে শ্বশুরমশাই পার্থ চট্টোপাধ্যায়। প্রভাব খাটিয়ে ওই বেনামি সম্পত্তি করেছেন তিনি। শুধু তাই নয়, নিয়োগ দুর্নীতিতে অভিযুক্ত পার্থ চট্টোপাধ্যায়ের বান্ধবী অর্পিতা মুখোপাধ্যায়ের জামাইবাবু কল্যাণ ধরের বয়ানও গুরুত্ব দিয়ে খতিয়ে দেখছে আয়কর বিভাগ। তাঁর নামেও বেনামি সম্পত্তি কেনা হয়েছিল বলে জানতে পেরেছেন তদন্তকারীরা। ২০১৭ সালের জুলাইয়ে পত্মীবিয়োগ হয় পার্থ চট্টোপাধ্যায়ের। তখন তিনি শিক্ষামন্ত্রী। পার্থর মেয়ে সোহিনী মার্কিন যুক্তরাষ্ট্র প্রবাসী। ২০২২ সালের জুলাইয়ে নিয়োগ দুর্নীতিতে ইডির হাতে গ্রেফতার হয় পার্থ। তদন্তে উঠে আসে, বারুইপুরে মেয়ের নামে একটি বাগানবাড়ি কিনেছিলেন পার্থ। সেখানে আবার মাঝে মাঝে বেড়াতে যেতেন অর্পিতাকে নিয়ে। পার্থর গ্রেফতারির পর থেকে আজ পর্যন্ত তার পরিবারের কারও কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি। সংবাদমাধ্যমের সামনে আসেননি মেয়ে সোহিনী। তারই মধ্যে জামাইয়ের এই বয়ানে প্রশ্ন উঠছে, তবে কি পার্থর পাশে নেই তার পরিবার?

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *