দেবরীনা মণ্ডল সাহা :- বারাসতে তৃণমূল নেতার বাড়ি ও পার্টি অফিসে হামলার অভিযোগ উঠল ফুরফরা শরিফের পীরজাদা তথা ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টদলের প্রধান আব্বাস সিদ্দিকির অনুগামীদের বিরুদ্ধে | দিন কয়েক আগে ভাঙড় ও মধ্যমগ্রামে আব্বাস সিদ্দিকির অনুগামীদের উপর হামলার অভিযোগ উঠেছিল শাসক দলের বিরুদ্ধে| এবার উল্টো অভিযোগ উঠল উত্তর ২৪ পরগনার মধ্যমগ্রামেই | এই ঘটনায় উত্তাল হয়ে উঠল মধ্যমগ্রাম থানার রহণ্ডা চণ্ডীগড় গ্রাম পঞ্চায়েত এলাকা | অভিযোগ, সিদ্দিকি দলের কর্মীরা তৃণমূলের স্থানীয় অঞ্চল সভাপতি আজগর আলির বাড়িতে হামলা চালান | সেই সঙ্গে তৃণমূলের পার্টি অফিসেও তাণ্ডব চালানো হয় বলে অভিযোগ | এই ঘটনাকে কেন্দ্র করে শুক্রবার রাতে কার্যত রণক্ষেত্রের চেহারা নেয় চণ্ডীগড়| স্থানীয় অঞ্চল সভাপতি আজগর আলির অভিযোগ, রাতে হামলার সময় তিনি বাড়িতে ছিলেন না| বাড়ির মহিলারা তাঁকে ফোন করে জানান প্রায় ১০০ বাইক বাহিনী এসে বাড়িতে হামলা চালিয়েছে | বাড়ির গেট ভাঙা হয়েছে | তাঁকে না পেয়ে বাড়ির মহিলাদেরকে মারধর ও হেনস্থা করে তারা, এমনই অভিযোগ | এখানেই শেষ নয়, তৃমমূল নেতার বাড়ি থেকে বেরিয়ে আব্বাস সিদ্দিকীর দলবল শাসক দলের পার্টি অফিসে ভাঙচুর চালায় বলে অভিযোগ | হামলার খবর পেয়ে শুক্রবার রাতেই ঘটনাস্থলে পৌঁছয় মধ্যমগ্রাম থানার বিশাল পুলিশ বাহিনী | পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা হয় | এই ঘটনায় আব্বাস সিদ্দিকির দলের বিরুদ্ধে মধ্যমগ্রাম থানায় অভিযোগ দায়ের হয়েছে | তবে তৃণমূলের অভিযোগ উড়িয়ে দিয়েছে সিদ্দিকির দল | তাঁদের অভিযোগ, তৃণমূল মিথ্যা কথা বলছে | তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বের ফলেই এই ঘটনা ঘটে বলে দাবি তাঁর | এই ঘটনায় তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়| শনিবার সকাল থেকেও ওই এলাকায় রয়েছে পুলিশি পিকেট |