Breaking News

‘খুন হতে পারি!’আশঙ্কা প্রকাশের পর নিরাপত্তা বাড়ল সোমনাথ শ্যামের

দেবরীনা মণ্ডল সাহা, কলকাতা :-শুক্রবার টিটাগড়ের একটি জনসভা থেকে, তিনি খুন হয়ে যাতে পারেন বলেন আশঙ্কা প্রকাশ করেন তৃণমূল বিধায়ক সোমনাথ শ্যাম। তার পরদিন অর্থাৎ শনিবার সকাল থেকে নিরাপত্তা বাড়ল বিধায়কের। একই সঙ্গে নিরাপত্তা বাড়ানো হয়েছে রাজ্যের সেচমন্ত্রী পার্থ ভৌমিকেরও।সূত্রের খবর, সোমনাথ শ্যামকে রাজ‌্য সভাপতি সাফ বলে দিয়েছেন, কারও সঙ্গে কোনও দ্বন্দ্ব হলে দলের মধ্যেই তা জানাতে হবে। প্রকাশ্যে এ নিয়ে কিছু বলা যাবে না।

সংগঠন নিয়ে কোনও সমস‌্যা থাকলে তাও জানাতে হবে শীর্ষ নেতৃত্বকেই। তারাই এর সমাধান করবে। যদিও বৈঠক নিয়ে সোমনাথ কিছু বলতে চাননি। স্রেফ জানিয়েছেন, জগদ্দল উৎসবের আমন্ত্রণ প্রসঙ্গে কথা হয়েছে। তবে এদিন সন্ধ্যায় টিটাগড়ের কেলভিন জুটমিল গেটে INTTUC-র একটি সভায় যোগ দিয়ে জগদ্দলের বিধায়ক সোমনাথ শ্যাম প্রাণহানির আশঙ্কা করেছেন। তাঁর কথায়, “আগামিদিনে আমিও খুন হতে পারি। আকাশ যাদব খুনের সাক্ষী ভিকি যাদব খুন হয়েছে। এখন ভিকি যাদব খুনের ঘটনায় আমি প্রতিবাদ করছি। এছাড়াও একাধিক খুন-সহ অন্যান্য ঘটনায় আমি সরব হয়েছি। তাই আমিও খুন হতে পারি।”আর তার পরই সোমনাথ শ্যামের নিরাপত্তা বাড়ানো হল। এবার থেকে আরও ৪ জন পুলিশ থাকবে তাঁর সঙ্গে। যদিও এই নিরাপত্তাবৃদ্ধি নিয়ে পুলিশের তরফে ‘রুটিন’ বলে জানানো হচ্ছে।

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *