দেবরীনা মণ্ডল সাহা :- এইবার তমলুক জেলা হাসপাতালের রোগী কল্যাণ সমিতির চেয়ারম্যান পদ থেকে সরানো হল নন্দীগ্রামের প্রাক্তন বিধায়ক শুভেন্দু অধিকারীকে | তাঁর বদলে নতুন চেয়ারম্যান করা হয়েছে সৌমেন মহাপাত্রকে | সৌমেনবাবু রাজ্য জনস্বাস্থ্য কারিগরি ও পরিবেশ দফতরের মন্ত্রী | শুক্রবার রাতে স্বাস্থ্য দফতরের এক নির্দেশিকায় শুভেন্দুবাবুকে চেয়ারম্যান পদ থেকে সরানোর কথা বলা হয়েছে | এর আগে পূর্ব মেদিনীপুরের জেলা সভাপতি পদ থেকে শিশির অধিকারীকে সরিয়ে দেয় তৃণমূল | তবে এতদিন পূর্ব মেদিনীপুর জেলা হাসপাতাল তমলুকের রোগী কল্যাণ সমিতির চেয়ারম্যান ছিলেন শুভেন্দু অধিকারী | এবার সেখানে বসানো হল সৌমেন মহাপাত্রকে | শুক্রবার স্বাস্থ্য দফতরের স্ট্র্যাটেজিক প্ল্যানিং অ্যান্ড সেক্টর রিফর্ম সেল এই সংক্রান্ত নির্দেশিকা জারি করেছে | সেখানে এমনটাও স্পষ্ট করা হয়েছে, এ বদল শুধু চেয়ারম্যান পদেই | তবে রোগী কল্যাণ সমিতির অন্যান্য সদস্য পদে কোনও রদবদল হয়নি |