প্রসেনজিৎ ধর, কলকাতা :- আগামী ২১ জানুয়ারি আইএসএফের প্রতিষ্ঠা দিবস। সেই উপলক্ষে ওইদিন তারা সভা করতে চান ধর্মতলায়, ভিক্টোরিয়া হাউসের সামনে। অর্থাৎ যেখানে তৃণমূলের শহিদ দিবসের সভা হয়, সেই জায়গাতেই সভা করতে চায় নওশাদ সিদ্দিকির দল। তাতে পুলিশের অনুমতি মেলেনি। তাই এবার নওশাদের দল কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হল। মঙ্গলবার সভার অনুমতি চেয়ে বিচারপতি জয় সেনগুপ্তর এজলাসে মামলা দায়ের করা হয়েছে। বুধবার শুনানির সম্ভাবনা।জানা যাচ্ছে, পুলিশের তরফে সভার আবেদন খারিজ করার সময় যুক্ত দেখানো হয়েছে, গত বছরের সভায় গোলমালের বিষয়ে।
পুলিশের যুক্তি, গত বছর রানি রাসমণি রোডে আইএসএফ-এর সভা ঘিরে গন্ডগোল হয়েছিল। আইন-শৃঙ্খলা পরিস্থিতির অবনতি হয়েছিল। সেই কারণে এবার সভার অনুমতি দেওয়া যাবে বলে পুলিশের যুক্তি। আইএসএফ তাই এবার নিজেদের প্রতিষ্ঠা দিবসের সভা করতে চেয়ে হাইকোর্টের দ্বারস্থ হয়েছে। আদালত জানতে চেয়েছে, ওই জায়গায় কোনও সভা হয় কি না। জবাবে আইনজীবী জানান, প্রতি বছর সেখানে তৃণমূল একুশে জুলাইয়ের সভা করে|আইনজীবীর বক্তব্য শোনার পর হাইকোর্টের বিচারপতি জয় সেনগুপ্ত এই নিয়ে আইএসএফ-কে মামলা দায়ের করার অনুমতি দিয়েছে | আগামিকাল এই মামলার শুনানির সম্ভাবনা রয়েছে। এখন দেখার পরবর্তী সময়ে এই মামলার গতিপ্রকৃতি কোন দিকে মোড় নেয়। উল্লেখ্য, এর আগে গত বছরের নভেম্বরে ধর্মতলায় বিজেপির সভা নিয়েও আপত্তি জানিয়েছিল রাজ্য। সেই মামলাও গিয়েছিল হাইকোর্টে। শেষ পর্যন্ত আদালত নির্দেশ দিয়েছিল, ধর্মতলায় সভা করতে পারবে বিজেপি।