দেবরীনা মণ্ডল সাহা, কলকাতা :-৪৭ তম আন্তর্জাতিক কলকাতা বইমেলা চলাকালীন মেট্রো পূর্ব-পশ্চিম করিডোরে (গ্রিন লাইন) বিশেষ পরিষেবা চালাবে বলে জানিয়েছে।আগামী ১৮ জানুয়ারি থেকে শুরু হবে এবারের কলকাতা আন্তর্জাতিক বইমেলা। চলবে ৩১ জানুয়ারি পর্যন্ত। মেট্রো রেল সূত্রে খবর, এই ক’দিনের জন্য ইস্ট-ওয়েস্ট মেট্রো পরিষেবা বাড়ানো হবে। শুধু তাই নয়, বইমেলার সময় রবিবারও মেট্রো চলবে এই শাখায়।বইমেলা উপলক্ষে ইস্ট-ওয়েস্ট মেট্রোর সূচিতে আমূল পরিবর্তন ঘটানো হয়েছে।
সূত্রের খবর, সোম থেকে শনি এই লাইনে আপ-ডাউন মিলিয়ে অতিরিক্ত ১৪টি ট্রেন চলবে। মেট্রো রেল কর্তৃপক্ষ জানিয়েছে, সোম থেকে শনিবার শিয়ালদহ থেকে সেক্টর ফাইভ পর্যন্ত আপ-ডাউন মিলিয়ে ১০৬টি রেক চলে। বইমেলা চলাকালীন সোম থেকে শনি এই লাইনে ১২০টি রেক চলবে। মেট্রো পরিষেবার সময়ও বাড়ানো হয়েছে। ১৮ থেকে ৩১ জানুয়ারি সোম থেকে শনি প্রতিদিন সেক্টর ফাইভ ও শিয়ালদহ দুই স্টেশন থেকেই প্রথম মেট্রো ছাড়বে সকাল ৬টা ৫৫ মিনিটে। মেট্রো চলবে রাত ১০টা পর্যন্ত। শিয়ালদহ থেকে শেষ মেট্রো ছাড়বে ৯টা ৩৫ মিনিটে আর সেক্টর ফাইভ থেকে শেষ পরিষেবা পাওয়া যাবে ৯টা ৪০ মিনিটে। দুপুর ২টো ৪৫ মিনিট থেকে রাত ৯টা ১৯ মিনিট পর্যন্ত প্রতি ১২ মিনিট অন্তর অন্তর পরিষেবা পাওয়া যাবে।বইমেলা আয়োজকদের দাবি, অতীত পরিসংখ্যান অনুযায়ী, রবিবারগুলিতেই রেকর্ড ভিড় হয়। সে ক্ষেত্রে মেট্রোয় উঠে হাজার হাজার অতিরিক্ত যাত্রী করুণাময়ী স্টেশনে নেমে মেলায় ঢুকে পড়ার সুযোগ পান। এবারও ওই দুই রবিবার আপ-ডাউন মিলিয়ে ৮০টি মেট্রো পরিষেবা চালাবে রেল। প্রথম পরিষেবা পাওয়া যাবে দুপুর ১২টা ৫৫ মিনিটে। চলবে রাত ১০টা অবধি।