প্রসেনজিৎ ধর :- পণ্ডিত দীনদয়াল উপাধ্যায়ের প্রয়াণ দিবস উপলক্ষে আজ সকালেই সল্টলেক জিডি মার্কেট থেকে একটি বাইক ৱ্যালি করে বিজেপি। সেই বাইক ৱ্যালি শুরু হওয়ার আগেই আটকে দেয় বিধাননগর পুলিশ। কিন্তু যখন বিজেপির মহিলা মোর্চা কর্মীরা আসে বাইক শুরু করার আগেই তাদেরকে আটকে দেয় বিধাননগর পুলিশ।
বিজেপির অভিযোগ যে এর আগেও গত ১১ তারিখ বাইক ৱ্যালি করার জন্য একটি ডেপুটেশন দিয়েছিল বিধান নগর দক্ষিণ থানায় কিন্তু পুলিশ অনুমতি দেননি। তাই তারা আজ ১৩ তারিখ সকালে একটি বাইক ৱ্যালির আয়োজন করেছিল।পুলিশ সেই বাইক ৱ্যালি শুরু হওয়ার আগেই আটকে দেয়। বেশ কিছুক্ষণ পুলিশের সঙ্গে কথা কাটাকাটি হয় এবং তাদেরকে পুলিশ কোনো কর্মসূচিতে সাহায্য করেনা এমনটাই অভিযোগ করছে বিজেপির মহিলা মোর্চার কর্মীরা |