দেবরীনা মণ্ডল সাহা,কলকাতা :-গেম খেলতে গিয়ে খুন হয়েছে এমন ঘটনা প্রথম নয়। তবে এবার রাজ্যে ফ্রি ফায়ার গেমের আইডি হ্যাকিং জন্য খুন হলেন একজন নাবালক। মৃত নাবালকের নাম পাপাই দাস। জানা গিয়েছে, ওই যুবক মুর্শিদাবাদের ফরাক্কা বাঁধ প্রকল্প আবাসনের বাসিন্দা।বেশ কয়েকদিন ধরেই নিখোঁজ ছিলেন ওই যুবক। সেই কারণেই পুলিশের কাছে ডায়রি করে পাপাইয়ের পরিবার। এই ঘটনার পরেই পুলিশ ওই নাবালকের চারজন বন্ধুকে জিজ্ঞাসাবাদ করা শুরু করে।জানা গিয়েছে, পাপাইয়ের চার বন্ধু। অনিক কর্মকার (১৬), রৌশন জমাদার (১৭), আব্বাস শেখ (১৮), শুভজিৎ মাঝি (১৬)। এই পাঁচজনই ছিল গেমে আসক্ত।
তাঁদের জিজ্ঞাসাবাদে অসঙ্গতি থাকায় পুলিশ সন্দেহ শুরু করে।পাপাইয়ের পরিবারের কাছ থেকে খবর পেয়ে পুলিশ চার বন্ধু অনিক কর্মকার, রৌশন জমাদার, আব্বাস শেখ, শুভজিৎ মাঝিকে জিজ্ঞাসাবাদ করা শুরু করেছে। ইতিমধ্যেই এই চার জন যুবককে আটক করেছে পুলিশ।