Breaking News

পরিবর্তন যাত্রাকে কেন্দ্র করে এবার তৃণমূল-বিজেপি সংঘর্ষ বীরভূমের ইলামবাজারে, আহত উভয়পক্ষের বেশ কয়েকজন

নিজস্ব সংবাদদাতা :- বিজেপির রথ বীরভূমে ঢুকতেই অশান্তি শুরু|পরিবর্তন যাত্রাকে কেন্দ্র করে বীরভূমের ইলামবাজারে তৃণমূল-বিজেপি সংঘর্ষ | আহত উভয়পক্ষের বেশ কয়েকজন | বিজেপির অভিযোগ, শুক্রবার ইলামবাজারে পরিবর্তন যাত্রা থেকে ফেরার পর, তাঁদের কর্মীদের উপর চড়াও হয়ে বেধড়ক মারধর করে তৃণমূল কর্মীরা বলে অভিযোগ | মেরে মাথা ফাটিয়ে দেয় বলেও অভিযোগ। পাল্টা তৃণমূলের দাবি, বিজেপি নেতাদের উস্কানিমূলক মন্তব্যের জেরে গন্ডগোল বাধে তার জেরে তৃণমূল কর্মীরাই আক্রান্ত হয় বলে অভিযোগ|জানা গিয়েছে, শুক্রবার রাতে ইলামবাজার থানার খাদিমপুর গ্রামে বিজেপির কর্মী-সমর্থকেরা পরিবর্তন যাত্রা থেকে ফিরছিলেন | সেইসময়ই তাঁদের উপর তৃণমূলের কর্মী-সমর্থকরা চড়াও হন বলে অভিযোগ | বিজেপির কর্মীদেরকে বেধড়ক মারধর করেন। এমনকি মেরে মাথা ফাটিয়ে দেওয়া হয় বলেও অভিযোগ | পাল্টা তৃণমূল কর্মীদের ওপর চড়াও হয়ে বিজেপি কর্মীরাও বেধড়ক মারধর করেন বলে অভিযোগ সামনে এসেছে সংঘর্ষের জেরে উভয়পক্ষেরই বেশ কয়েকজন করে কর্মী-সমর্থক আহত হয়েছেন | আহতদেরকে বোলপুর মহকুমা হাসপাতালে নিয়ে আসা হয় | গ্রামে শনিবারও উত্তেজনা রয়েছে | এলাকায় মোতায়েন রয়েছে পুলিশ বাহিনী | দুপক্ষের অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করেছে পুলিশ | স্থানীয় তৃণমূল নেতৃত্বের অভিযোগ, শুক্রবার বিজেপি নেতা-কর্মীরা উস্কানিমূলক বক্তব্য রাখেন | যার জেরেই এই ঘটনা ঘটেছে| তৃণমূল কর্মীদের বিরুদ্ধে মারধরের অভিযোগ উড়িয়ে দিয়ে বিজেপির দাবি, আমাদের কর্মীদেরকে বেধড়ক মারধর করে ওরা | আর ওরা যেটা অভিযোগ করছে, সেটা সম্পূর্ণ মিথ্যা অভিযোগ |

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *