Breaking News

রামমন্দির উদ্বোধন উপলক্ষে অর্ধদিবস ছুটি ঘোষণা বিশ্বভারতীর!জারি করল বিবৃতি

প্রসেনজিৎ ধর, কলকাতা :- অযোধ্যার রামমন্দির উদ্বোধন আগামী ২২ জানুয়ারি। ওইদিন অর্ধদিবস ছুটি ঘোষণা করল বিশ্বভারতী বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। শুক্রবার এই মর্মে বিবৃতিও জারি করা হয়েছে। তাতে লেখা রয়েছে, আগামী ২২ জানুয়ারি অযোধ্যায় রামলালার প্রাণপ্রতিষ্ঠার দিন দুপুর আড়াইটে পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের ভবন, বিভাগ, অফিস থেকে ক্লাস সব কিছুই বন্ধ থাকবে।রামলালার প্রাণপ্রতিষ্ঠা উপলক্ষে আগেই কেন্দ্রের তরফে অর্ধদিবস ছুটি ঘোষণা হয়েছে। আগামী ২২ জানুয়ারি কেন্দ্রীয় সরকারের সমস্ত অফিসে অর্ধদিবস কাজ হবে।

একটি বিবৃতিতে কেন্দ্র জানিয়েছে, সেদিন কাজ হবে বেলা আড়াইটে পর্যন্ত। শুক্রবারই মহারাষ্ট্র সরকারের তরফে ঘোষণা করা হয়েছে যে, ২২ জানুয়ারি সরকারি ছুটি থাকবে রাজ্যে। এই তালিকায় রয়েছে উত্তরপ্রদেশ, হরিয়ানা ছত্তীসগঢ়। গুজরাতেও অর্ধদিবস ছুটি থাকছে। মধ্যপ্রদেশে আগামী ২২ জানুয়ারি ছুটি ঘোষণা করা হয়েছে। এ ছাড়া অসমে অর্ধদিবস ছুটি থাকছে। গোয়া সরকার জানিয়েছে অযোধ্যায় রামমন্দিরের উদ্বোধন উপলক্ষে ওই দিন রাজ্যের সমস্ত সরকারি অফিস এবং স্কুল বন্ধ থাকবে। ত্রিপুরা সরকারও অর্ধদিবস ছুটি ঘোষণা করেছে। এ ছাড়াও বেশ কিছু বেসরকারি ব্যাঙ্ক এবং অন্যান্য প্রতিষ্ঠান ছুটি ঘোষণা করেছে। রামমন্দির উদ্বোধন উপলক্ষে রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া (আরবিআই) আগামী ২২ জানুয়ারি আর্থিক বাজারে ছুটি ঘোষণা করেছে। ওই দিন বিদেশি লেনদেন-সহ সরকারি গুরুত্বপূর্ণ লেনদেন হবে না। যাঁরা ছুটি পাবেন, রামমন্দিরের উদ্বোধনী অনুষ্ঠান যাতে তাঁরা চাক্ষুষ করতে পারেন, তার জন্য সোমবার সকাল ১১টা থেকে দুপুর ১টা পর্যন্ত টিভিতে সম্প্রচার হবে গোটা অনুষ্ঠান পর্ব। ওই বিজেপিশাসিত রাজ্যগুলির মতো বাংলাতেও মন্দির উদ্বোধনের দিন ছুটি চাইছে বিজেপি। অর্ধদিবস নয়, রাজ্যে আগামী ২২ জানুয়ারি পূর্ণদিবস ছুটি ঘোষণার দাবি জানিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে চিঠি লিখেছেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। এখনও এ বিষয়ে অবশ্য কোনও চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি। তারই মাঝে কেন্দ্রের নির্দেশিকা মেনে শুক্রবার বিশ্বভারতী বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষও অর্ধদিবস ছুটি ঘোষণা করল।

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *