প্রসেনজিৎ ধর:-ঝলমলে অযোধ্যা। রামমন্দিরে প্রাণপ্রতিষ্ঠায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। অনেকেই বলছেন বৃত্ত সম্পূর্ণ হল।রামমন্দিরের সামনে বক্তব্য রাখলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। শুধু বক্তব্য রাখাই নয়, একেবারে আবেগে ভেসে গেলেন তিনি।রামমন্দিরের উদ্বোধনের মঞ্চে দাঁড়িয়ে প্রধানমন্ত্রী আক্ষেপের সুরে বললেন, ভারতের সংবিধানের প্রথম পংক্তিতে ভগবান রাম বিরাজমান। অথচ সেই সংবিধান চালুর পরও বহু দশক প্রভু রামের অস্তিত্ব নিয়ে আইনি লড়াই করতে হয়েছে। প্রধানমন্ত্রীকে বলতে শোনা গেল, হয়তো আমাদেরই ভক্তিতে ঘাটতি ছিল, তাই মন্দির প্রতিষ্ঠাতে এতটা সময় লেগে গেল। প্রধানমন্ত্রী বললেন, “আমি বিচারব্যবস্থার প্রতি কৃতজ্ঞ, এতদিন পর ন্যায়ের সম্মান রক্ষার জন্য। প্রভু রামের মন্দিরও ন্যায়ের পথেই তৈরি হয়েছে। তাই আজ গোটা দেশে রাম দীপাবলি।”তিনি বক্তব্য রাখতে গিয়ে বলেন, রামমন্দির প্রতিষ্ঠার আগে অনেকেই বলতেন আগুন লেগে যাবে। কিন্তু রাম আগুন নন, রাম হলেন শক্তি। মনে করিয়ে দিলেন মোদী।মোদী মনে করিয়ে দিলেন, রাম ভারতের আস্থা। রাম ভারতের আধার। রাম ভারতের বিচার। রাম ভারতের বিধান। রাম ভারতের চেতনা। রাম ভারতের চিন্তন। রাম ভারতের প্রতিষ্ঠা। রাম ভারতের প্রতাপ। রাম প্রবাহ । রাম নিরন্তরতা।আমি গত ১১ দিনের ব্রত চলাকালীন সেই সব জায়গায় গিয়েছি, যেখানে যেখানে প্রভু রামের চরণস্পর্শ পেয়েছে। ন্যায়বিচারের জন্য ভারতের বিচারব্যবস্থাকে ধন্যবাদ। আমি দেশের কোণে কোণে আলাদা আলাদা ভাষায় রামায়ণ শোনার সৌভাগ্য হয়েছে। প্রাচীনকাল থেকে ভারতের প্রতিটি কোণার মানুষ রামরসের আচমন করে আসছেন। রামের এই কাজে কত মানুষের ত্যাগ রয়েছে। সেই অগণিত করসেবক, ভক্তদের কাছে আমরা ঋণী। আমাদের কাছে শুভমুহূর্ত শুধু বিজয়ের নয়, বিনয়েরও।