দেবরীনা মণ্ডল সাহা,কলকাতা :- অযোধ্যায় রামলালার প্রাণপ্রতিষ্ঠা পর্ব শেষের পরই কলকাতার রাজপথে সংহতি মিছিল শুরু করলেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়| দুপুর ৩টের আগে কালীঘাট মন্দিরে পুজো দিয়ে, আরতি করে যাত্রা শুরু করেন তিনি। তাঁর সঙ্গে ছিলেন বিভিন্ন ধর্মের প্রধানরা। এরপর হাজরা মোড় থেকে বালিগঞ্জ ফাঁড়ির উদ্দেশ্যে রওনা দেন। পথে হাজরাল কলেজের সামনে থেকে স্কুটিতে ওঠেন মমতা।সেই স্কুটি তাঁকে পৌঁছে দেয় গুরুদ্বারের সামনে। সেখানে নেমে গুরুদ্বারে একাই ঢুকলেন তৃণমূল নেত্রী। গুরুদ্বারের ধর্মগুরুরা তাঁকে স্বাগত জানিয়ে ভিতরে নিয়ে যান।গুরুদ্বারে পুজো দেওয়ার পর সেখান থেকে বেরিয়ে ফের মিছিলে যোগ দেন মমতা বন্দ্যোপাধ্যায়। বালিগঞ্জ ফাঁড়ির দিকে এগোয় মিছিল। অন্যদিকে, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে জমায়েত হয়ে একটা মিছিল শুরু করে। এখানে অভিষেকের সঙ্গে ছিলেন সুজিত বসু, শান্তনু রায়, রাজীব বন্দোপাধ্যায়রা,ছিলেন তৃণমূল ছাত্র পরিষদের নেতারাও। সংহতি মিছিলের রুট অনুযায়ী, এরপর পার্কসার্কাসের একটি গির্জায় প্রার্থনা করেন মুখ্যমন্ত্রী |
রাস্তার মাঝে দুই শিশু মমতা বন্দ্যোপাধ্যায়কে দেখে ছুটে আসে। তাদের হাতে সামান্য উপহার তুলে দেন । এরপর মিছিল এগিয়ে যায় পার্কসার্কাসের দিকে। সেখানকার মসজিদে যান মুখ্যমন্ত্রী । মিছিল শেষে পার্কসার্কাস মোড়ে জনসভা তৃণমূল নেত্রীর।
Hindustan TV Bangla Bengali News Portal