প্রসেনজিৎ ধর, কলকাতা :-নেতাজির জন্মজয়ন্তীতে বক্তব্য রাখলেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়। সেখানে তিনি নেতাজির জীবনের নানা দিক তুলে ধরেন। তিনি বলেন,নেতাজি প্ল্যানিং কমিশন তৈরি করেছিলেন. কিন্তু দেশের কী দুর্ভাগ্য! যে মানুষটা দেশের জন্য লড়াই করতে গিয়ে, দেশকে দিশা দেখাতে গিয়ে কোথায় যে হারিয়ে গেলেন তা আমরা জানলাম না। জন্মদিনটা জানলেও তাঁর মৃত্যুদিনটা জানি না। চির অমাবস্যার ঘোরতর অন্ধকারে লুক্কায়িত আছে। আমাদের সরকার আসার পরে ৬৪টা ফাইল আমাদের কাছে ছিল। আমরা সেটা পাবলিক ডোমেনে নিয়ে এসেছিলাম। বিজেপি আসার আগে বলেছিল আমরা সব রহস্য সামনে আনব। কিন্তু পরে সব ভুলে যায়। নেতাজি সুভাষচন্দ্র বসুর জন্মবার্ষিকীতে দেশনায়ককে শ্রদ্ধা জানাতে গিয়ে অন্তর্ধান রহস্য নিয়ে কেন্দ্রকে সরাসরি দুষলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর কথায়, ”কোথায় হারিয়ে গেলেন নেতাজি? কোন অন্ধকারে? কীভাবে যে হারিয়ে গেলেন, এখনও জানা নেই। তাঁর মৃত্যুদিনও আমরা জানতে পারলাম না। আমাদের কাছে তাঁর তথ্য সম্বলিত যা ফাইল ছিল, সেই ৬৪ ফাইল আমরা প্রকাশ করে দিয়েছি।