Breaking News

‘খুব ভাল সম্পর্ক, দ্রুত আসন বণ্টন নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত হবে’,তৃণমূলের সঙ্গে বাংলার জোটে নতুন করে ‘প্রাণপ্রতিষ্ঠা’ করলেন রাহুল গান্ধী!

দেবরীনা মণ্ডল সাহা :-অসমে ভারত জোড়ো যাত্রার কর্মসূচি সেরে সাংবাদিক বৈঠক থেকে জোট নিয়ে বার্তা দিলেন রাহুল গান্ধি৷ তিনি মমতা বন্দ্যোপাধ্যায় ও তৃণমূলের সঙ্গে জোট নিয়েও স্পষ্ট বার্তা দিলেন তিনি৷ বললেন, ‘মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে আমার ও আমার দলের খুব ভাল সম্পর্ক আছে৷ এখন আমাদের আসন বণ্টনের প্রক্রিয়া চলছে৷ খুব দ্রুত আমরা সেটা থেকে সমাধানে পৌঁছে যাব৷

এটা নিয়ে চিন্তার কিছু নেই৷ হতে পারে, কখনও আমাদের দলের কেউ কিছু একটা বলে ফেলেন, কখনও ওঁদের দলের কেউ বলে ফেলেন, এমনটা হতেই পারে৷ এ নিয়ে চিন্তার কিছু নেই৷’পার্ক সার্কাসের মঞ্চ থেকে সোমবার মমতা ‘ইন্ডিয়া’র সমালোচনা করেছিলেন। কংগ্রেসের নাম না করে বলেছিলেন, ‘‘আমি বলেছিলাম, যে রাজ্যে, যে আঞ্চলিক দল শক্তিশালী, তারা সেই রাজ্যে লড়ুক। আর আপনারা ৩০০ আসনে একা লড়াই করুন। আমরা সাহায্য করব। তারা বলছে, তাদের মর্জিমতো হবে।’’ মমতার ওই বক্তব্য নিয়ে মঙ্গলবার রাহুলকে প্রশ্ন করা হয়েছিল। জবাবে কংগ্রেসের নেতা বলেন, ‘‘আমাদের যে আসন বোঝাপড়ার প্রক্রিয়া রয়েছে, তা চলছে। তার ফলাফল আসবে। ওই বিষয়ে আমি এখানে কোনও মন্তব্য করব না।’’ কিন্তু প্রায় এক নিশ্বাসে রাহুল বলেন, ‘‘মমতাজির সঙ্গে আমার ব্যক্তিগত ও দলের সম্পর্ক (রিস্তা) খুবই ভাল। হ্যাঁ, কিছু কিছু ক্ষেত্রে এই রকম (বিতর্ক) হয়। আমাদের কেউ কিছু বলে দেন। ওঁদের কেউ কিছু বলেন। এটা অস্বাভাবিক নয়। কিন্তু সে সব এতে (আসন বোঝাপড়ায়) বাধা হয়ে দাঁড়াবে না।’’

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *