দেবরীনা মণ্ডল সাহা, কলকাতা :- আর একটা দিন পার করলেই সাধারণতন্ত্র দিবস পালিত হবে দেশজুড়ে। তাই এখন থেকেই শহরের নিরাপত্তা আরও নিশ্ছিদ্র করছে লালবাজার। শহরের গুরুত্বপূর্ণ এলাকা থেকে শুরু করে নানা দ্রষ্টব্য স্থানে নাকা চেকিং শুরু হয়ে গিয়েছে। কারণ সম্প্রতি ভারতীয় জাদুঘর উড়িয়ে দেওয়ার হুমকি–সহ একটি উড়ো চিঠি ইমেল আকারে পেয়েছিল কলকাতা পুলিশ। তার পরই সুরক্ষা আরও জোরদার করতে নড়েচড়ে বসেন পুলিশ অফিসাররা। তবে শহরে নজরদারি বাড়ানোর সঙ্গে সঙ্গে নানা শপিং মল থেকে শুরু করে ঘনবসতিপূর্ণ এলাকাগুলিতে তীক্ষ্ণ দৃষ্টি রাখা হচ্ছে।উল্লেখ্য, নতুন বছরের প্রথম সপ্তাহে কলকাতা পুলিশকে পাঠানো হুমকি ইমেলে বলা হয়েছিল, দিনের ব্যস্ত সময়ে বোমা মেরে জাদুঘর উড়িয়ে দেওয়া হবে। সেই খবর পাওয়া মাত্র দ্রুত পৌঁছয় পুলিশ ও বম্ব স্কোয়াড। দর্শকদের বার করে দিয়ে দীর্ঘ সময় ধরে চলে তল্লাশি। যদিও কোনও বোমা মেলেনি। তবে ওই ঘটনার পরে আর ঝুঁকি নিতে চাইছে না পুলিশ। সেই কারণে প্রজাতন্ত্র দিবসের আগে বাড়তি সতর্ক লালবাজার। তাদের তরফে প্রতিটি থানাকে পাঠানো নির্দেশে বলা হয়েছে, শহরের বিশেষ কিছু জায়গার পাশাপাশি শপিং মল, জনবহুল স্থানগুলিতে বাড়াতে হবে নজরদারি। সেই সঙ্গে বিভিন্ন হোটেলে গত কয়েক দিনে কারা এসেছেন, আগামী কয়েক দিনে কাদের আসার কথা আছে— সেই বিষয়েও তথ্য সংগ্রহ করছে পুলিশ।