Breaking News

প্রজাতন্ত্র দিবসের প্রাক্কালে শহরজুড়ে জোর নাকা তল্লাশি শুরু!পুলিশি নজরে শপিং মল সহ ঘনবসতিপূর্ণ এলাকাগুলো

দেবরীনা মণ্ডল সাহা, কলকাতা :- আর একটা দিন পার করলেই সাধারণতন্ত্র দিবস পালিত হবে দেশজুড়ে। তাই এখন থেকেই শহরের নিরাপত্তা আরও নিশ্ছিদ্র করছে লালবাজার। শহরের গুরুত্বপূর্ণ এলাকা থেকে শুরু করে নানা দ্রষ্টব্য স্থানে নাকা চেকিং শুরু হয়ে গিয়েছে। কারণ সম্প্রতি ভারতীয় জাদুঘর উড়িয়ে দেওয়ার হুমকি–সহ একটি উড়ো চিঠি ইমেল আকারে পেয়েছিল কলকাতা পুলিশ। তার পরই সুরক্ষা আরও জোরদার করতে নড়েচড়ে বসেন পুলিশ অফিসাররা। তবে শহরে নজরদারি বাড়ানোর সঙ্গে সঙ্গে নানা শপিং মল থেকে শুরু করে ঘনবসতিপূর্ণ এলাকাগুলিতে তীক্ষ্ণ দৃষ্টি রাখা হচ্ছে।উল্লেখ্য, নতুন বছরের প্রথম সপ্তাহে কলকাতা পুলিশকে পাঠানো হুমকি ইমেলে বলা হয়েছিল, দিনের ব্যস্ত সময়ে বোমা মেরে জাদুঘর উড়িয়ে দেওয়া হবে। সেই খবর পাওয়া মাত্র দ্রুত পৌঁছয় পুলিশ ও বম্ব স্কোয়াড। দর্শকদের বার করে দিয়ে দীর্ঘ সময় ধরে চলে তল্লাশি। যদিও কোনও বোমা মেলেনি। তবে ওই ঘটনার পরে আর ঝুঁকি নিতে চাইছে না পুলিশ। সেই কারণে প্রজাতন্ত্র দিবসের আগে বাড়তি সতর্ক লালবাজার। তাদের তরফে প্রতিটি থানাকে পাঠানো নির্দেশে বলা হয়েছে, শহরের বিশেষ কিছু জায়গার পাশাপাশি শপিং মল, জনবহুল স্থানগুলিতে বাড়াতে হবে নজরদারি। সেই সঙ্গে বিভিন্ন হোটেলে গত কয়েক দিনে কারা এসেছেন, আগামী কয়েক দিনে কাদের আসার কথা আছে— সেই বিষয়েও তথ্য সংগ্রহ করছে পুলিশ।

কলকাতা পুলিশের দক্ষিণ ডিভিশনের একটি থানায় কর্তব্যরত আধিকারিক বলেন, ‘‘আমাদের এখানে একাধিক হোটেল এবং গেস্ট হাউস রয়েছে। তাই বাড়তি সতর্কতা থাকেই। তবে, গত কয়েক দিন ধরে নজরদারি বাড়ানো হয়েছে। থানারই এক আধিকারিক বিষয়টি দেখছেন।’’ সক্রিয় হয়েছে কলকাতা পুলিশের গোয়েন্দা বিভাগও। শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ মোড়ে নাকা তল্লাশি বাড়ানোর নির্দেশ দেওয়া হয়েছে।লালবাজার নিরাপত্তা বাড়িয়েছে রেড রোডে। প্রত্যেক বছর এখানে সাধারণতন্ত্র দিবসে কুচকাওয়াজ হয়। উপস্থিত থাকেন স্বয়ং মুখ্যমন্ত্রী, রাজ্যপাল–সহ একাধিক ভিভিআইপি। এই কারণে রেড রোড এবং সংলগ্ন এলাকায় অতিরিক্ত ক্যামেরা বসানো হয়েছে। এখানে নিরাপত্তায় মোতায়েন থাকবেন দু’হাজারেরও বেশি পুলিশকর্মী। সমগ্র রেড রোডকে বেশ কয়েকটি জোনে ভাগ করা হচ্ছে। সেখানে নজরদারি চালাবে সাদা পোশাকের পুলিশ। থাকছে একাধিক ওয়াচ টাওয়ার। সাধারণতন্ত্র দিবসের আগে থেকেই শহরে পথে নামবে বাড়তি পুলিশ বাহিনী। বিশেষ জায়গা পুলিশের নজরে আছে। থানাগুলিকেও প্রয়োজনীয় নির্দেশ দেওয়া হয়েছে। সন্দেহজনক কিছু দেখলেই পরীক্ষা করা হবে।

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *