প্রসেনজিৎ ধর :-বিধানসভা নির্বাচনকে পাখির চোখ করে এইবার এক অভূতপূর্ব সিদ্ধান্ত নিল গেরুয়া শিবির | একুশের ভোটে পাঁচতারা হোটেল থেকেই বঙ্গ বিজয়ের লক্ষ্যে ঝাঁপাবে বিজেপি | সূত্রের খবর, শহরের এই পাঁচতারা হোটেল থেকে এবার বিধানসভা নির্বাচন পরিচালনা করবেন দিলীপ ঘোষ, মুকুল রায়রা | মুরলীধর সেন লেনে বিজেপির রাজ্য দফতর তো রয়েছেই | পাশাপাশি হেস্টিংসে খোলা হয়েছে নির্বাচনী কার্যালয়ও | নেতৃত্বের বসার জায়গার পাশাপাশি সেখানে কনফারেন্স রুম, আইটি রুম, সোশ্যাল মিডিয়া টিমের বসার জায়গাও রাখা হয়েছে | প্রতিদিন ২৫০ জনের খাওয়ারও ব্যবস্থা করা হয়েছে | পাশাপাশি সাংবাদিক বৈঠক করার জন্য রয়েছে পৃথক জায়গা | তবে ভোট ঘোষণা হয়ে গেলে হেস্টিংসের এই কার্যালয়ের ভিতরে কী হচ্ছে, তা যেন কাকপক্ষ্মীও টের না পায় | সাংবাদিকদেরও কোনওভাবেই সেখানে ঢুকতে দিতে চায় না বিজেপি নেতৃত্ব | বিজেপি সূত্রে খবর, সে কারণেই হোটেল হিন্দুস্তান ইন্টারন্যাশনালে এই বিশেষ ব্যবস্থা করা হচ্ছে | এখানেই নিয়মিত সাংবাদিকদের সঙ্গে দেখা করবেন বিজেপি নেতারা | নির্বাচন সংক্রান্ত সমস্ত সাংবাদিক বৈঠকও হবে এখান থেকেই | এছাড়াও বিভিন্ন রাজ্য থেকে আসা নেতা-মন্ত্রী ও কেন্দ্রীয় মন্ত্রীদের থাকার ব্যবস্থাও হবে এখানেই | ভোটের গুরুত্বপূর্ণ সমস্ত বৈঠকও এখানেই করার পরিকল্পনা রয়েছে। একইসঙ্গে শহরের আরও দু’টো গেস্ট হাউজ ভাড়া নেওয়া হয়েছে | এসব দেখে রাজনৈতিক মহলের মত, রীতিমতো রাজকীয় ব্যবস্থার আয়োজন করেছে গেরুয়া শিবির|