Breaking News

বাংলায় জোটের কবর খুঁড়েছেন অধীর চৌধুরী দাবি ডেরেকের, বললেন, ‘এখন অনেক দেরি হয়ে গেছে’!

প্রসেনজিৎ ধর, কলকাতা :-তৃণমূল নেত্রী একলা চলো নীতি ঘোষণার পরই বাংলায় ইন্ডিয়া জোট নিয়ে নতুন করে তৎপরতা শুরু করেছে কংগ্রেসের শীর্ষ নেতৃত্ব। যদিও তৃণমূল যে বাংলায় কংগ্রেসকে ছাড়া একাই লড়বে, বৃহস্পতিবার ফের সেকথা স্পষ্ট করে দিয়েছেন তৃণমূলের রাজ্যসভায় সংসদ তথা সর্বভারতীয় মুখপাত্র ডেরেক ও’ব্রায়েন।আজ, কংগ্রেস সাংসদ অধীর চৌধুরীকে কাঠগড়ায় তুলে ডেরেক জানিয়ে দেন, বাংলায় দুই দলের জোট না হওয়ার জন্য একমাত্র দায়ী অধীর চৌধুরী। বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মন্তব্যের ঠিক পরদিন ডেরেকের এই মন্তব্য অত্যন্ত তাৎপর্যপূর্ণ।এদিকে আজ, কোচবিহারে ঢোকে ভারত জোড়ো ন্যায় যাত্রা। কিন্তু মাঝপথেই কর্মসূচি স্থগিত রেখে নয়াদিল্লি ফিরে যাওয়ার সিদ্ধান্ত নেন কংগ্রেস সাংসদ রাহুল গান্ধী। এটা একটা সেটব্যাক অধীর চৌধুরীদের কাছে। তার উপর ডেরেক ও’‌ব্রায়েনের দোষারোপ আরও চাপ বাড়াল বহরমপুরের সাংসদের উপর বলে মনে করা হচ্ছে। এই রাজ্যে একলা চলার কথা আগেই বলেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। কিন্তু তার জন্য সরাসরি দায়ী করা হল অধীর চৌধুরীকে। ডেরেকের দাবি, অধীর চৌধুরীই হচ্ছে কারণ, যার জন্য জোট ঠিকঠাক কাজ করছে না বাংলায়। ইন্ডিয়া জোট নিয়ে নানা আপত্তিকর কথা বলা হচ্ছে। বলছে দু’‌জন। এক, বিজেপি। দুই, অধীর চৌধুরী। নিয়ে ডেরেক ও’‌ব্রায়েন সাংবাদিকদের বলেন, ‘‌লোকসভা নির্বাচনের পর যদি দেখা যায় কংগ্রেস কাজটি করতে পেরেছে এবং বিজেপিকে পরাজিত করতে পারে উপযুক্ত নম্বরের আসন সংখ্যা নিয়ে তাহলে তৃণমূল কংগ্রেস অত্যন্ত কাছের অংশ হবে ফ্রন্টের যারা বিশ্বাস করে এবং লড়াই করবে গণতন্ত্র রক্ষার জন্য।’‌

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *