দেবরীনা মণ্ডল সাহা, কলকাতা :- খুনে চেষ্টা মামলায় হাইকোর্টে স্বস্তি পেলেন কেন্দ্রীয় মন্ত্রী নিশীথ প্রামাণিক। ২০১৮ সালে কোচবিহারের দিনহাটায় গুলি চলার মামলায় তাঁর জামিনের আবেদন মঞ্জুর করল কলকাতা হাইকোর্ট। তবে নিম্ন আদালতে আত্মসমর্পণ করতে হবে নিশীথকে। ডিভিশন বেঞ্চ নিশীথের জামিনের আবেদন মঞ্জুর করল। তবে ১৫ দিনের মধ্যে নিম্ন আদালতে আত্মসমর্পণ করতে হবে নিশীথকে।২০১৮ সালে দিনহাটায় এক যুবককে লক্ষ্য করে গুলি চলে। অভিযোগ ওঠে সেই গুলি চালানোর নির্দেশ দিয়েছিলেন তৎকালীন তৃণমূল নেতা নিশীথ অধিকারী নিজে। সেই মামলায় নিশীথের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করে আদালত।
ওদিকে আগাম জামিনের আবেদন জানিয়ে আদালতের দ্বারস্থ হন তিনি। হাইকোর্ট আগাম জামিনের আবেদন খারিজ হলে সুপ্রিম কোর্টে যান নিশীথ। সর্বোচ্চ আদালত নিশীথকে রক্ষাকবচ দিয়ে মামলাটি হাইকোর্টে ফেরত পাঠায়। বৃহস্পতিবারের শুনানিতে নিশীথের হয়ে সওয়াল করেন আইনজীবী বাঁশুরি স্বরাজ। আদালত থেকে বেরিয়ে তিনি বলেন, আমরা আদালতকে জানিয়েছি যে এই মামলা রাজনৈতিক উদ্দেশপ্রণোদিত। আমরা সাক্ষীদের বিশ্লেষণ করে ও সমস্ত তথ্যপ্রমাণ দিয়ে তা প্রমাণ করে দিয়েছি। তাই আদালত আগাম জামিনের আবেদন মঞ্জুর করেছে।গত ১২ জানুয়ারি নিশীথের আবেদনের শুনানি করে মামলাটি কলকাতা হাইকোর্টে ফেরত পাঠায় সুপ্রিম কোর্ট। সঙ্গে কেন্দ্রীয় প্রতিমন্ত্রীকে রক্ষাকবচ দিয়ে সর্বোচ্চ আদালত বলে, মামলার শুনানি শেষ না হওয়া পর্যন্ত নিশীথের বিরুদ্ধে কোনও কড়া পদক্ষেপ করতে পারবে না পুলিশ।
Hindustan TV Bangla Bengali News Portal