দেবরীনা মণ্ডল সাহা, কলকাতা :- প্রজাতন্ত্র দিবসের আগের রাতে নিউ টাউনে রহস্যমৃত্যু বধূর। বিলাসবহুল আবাসন থেকে তিনি নীচে পড়ে যান। রাতেই মৃত্যু হয়েছে তাঁর। প্রাথমিকভাবে মনে করা হচ্ছে, তিনি বহুতল থেকে ঝাঁপ দিয়ে আত্মঘাতী হয়েছেন। তবে মৃত্যুর কারণ খতিয়ে দেখছে পুলিশ।নিউটাউনের ইকোস্পেসের কাছে একটি বিলাসবহুল আবাসনের ১০ তলা থেকে পড়ে মৃত্য়ু হয়েছে কবিতা কৌর (৩৫) নামে ওই তরুণীর।অভিযোগ, বৃহস্পতিবার রাতে আবাসন থেকে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করেন কবিতা। গভীর রাতেই খবর যায় টেকনোসিটি থানার পুলিশের কাছে। ঘটনাস্থলে গিয়ে পুলিশ মৃতদেহ উদ্ধার করে। প্রাথমিক তদন্তে পুলিশ জানতে পেরেছে, প্রায় এক বছর ধরে স্বামী-স্ত্রীর মধ্যে পারিবারিক বিবাদ চলছিল। যা নিয়ে মানসিক অবসাদে ভুগছিলেন কবিতা। এরই মধ্যে বৃহস্পতিবার রাতে ১০ তলা থেকে তিনি ঝাঁপ দেন বলে সূত্রের খবর। তখন তাঁর পরণে গোলাপি ছাপার কুর্তা, লেগিংস, পায়ে মোজা। খোলা চুল। সকাল থেকে ঘটনাস্থলে পুলিশ। পুলিশের তরফে সমস্ত ঘটনা খতিয়ে দেখা হচ্ছে। পরিবারের সদস্যদের সঙ্গেও কথা বলছে তারা। আবাসনের বাসিন্দা থেকে নিরাপত্তা রক্ষী, সকলের সঙ্গেই কথা বলছে পুলিশ। খতিয়ে দেখা হবে তাঁর মোবাইল ফোনও|
নিহতের ফোনের কল হিস্ট্রি, মেসেজ এই তদন্তে বিশেষ গুরুত্বপূর্ণ ভূমিকা নেবে বলেই মনে করছে পুলিশ।পুলিশ সূত্রে জানা গিয়েছে, ওই মহিলার পরিবারে কিছু সমস্যা ছিল। পারিবারিক অশান্তি লেগেই থাকত। স্থানীয়দের জিজ্ঞাসাবাদ করে সে কথা জানতে পেরেছে পুলিশ। অশান্তির কারণে তিনি মানসিক অবসাদে ভুগছিলেন কি না, তা-ও খতিয়ে দেখা হচ্ছে। পুলিশ মৃতের পরিবারের লোকজনকে জিজ্ঞাসাবাদ করছে। মহিলার দেহ উদ্ধার করে বিধাননগর মহকুমা হাসপাতালে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। সেই রিপোর্ট এলে মৃত্যুর কারণ আরও স্পষ্ট হবে।
Hindustan TV Bangla Bengali News Portal