দেবরীনা মণ্ডল সাহা :- একুশের নির্বাচনের আগে স্লোগান যুদ্ধ চলছে রাজনীতিতে | চলতি সপ্তাহেই অমিত শাহ কোচবিহারের সভা থেকে বলেছিলেন, ”ভোট শেষের পর জয় শ্রীরাম ধ্বনি দিতে হবে মমতা বন্দ্যোপাধ্যায়কেও |” তাঁর জবাবে শনিবার দক্ষিণ ২৪ পরগনার কুলপির জনসভা অভিষেকের হুঙ্কার, “যদি বাপের ব্যাটা হই, ভোট শেষ হওয়ার আগে ওদের জয় সিয়ারাম বলিয়ে ছাড়ব|” এক আলোচনাচক্রে দিলীপ ঘোষের মন্তব্য ছিল, ‘রামের ১৪জন পূর্বপুরুষ পেয়ে যাবেন আপনি| দুর্গার পাওয়া যাবে কি?’ বিজেপির রাজ্য সভাপতির এই মন্তব্যের তীব্র সমালোচনা করে কুলপির সভা থেকে তাঁকে বিঁধলেন অভিষেক | তাঁর কথায়, এভাবে বাংলার সংস্কৃতি এবং মহিলাদের অপমান করছে বিজেপি | তারপরেই বিজেপিকে নিশানা করে অভিষেকের মন্তব্য, দিল্লির মহিষাসুরদের আচ্ছা করে বধ করবেন ‘দশপ্রহরণধারিণী’ মমতা | একদিকে সারা দেশের বিজেপি নেতা, ইডি, সিবিআই ও কেন্দ্রীয় এজেন্সি। আর একদিকে মা দুর্গার প্রতিচ্ছবি হয়ে দাঁড়িয়ে আছেন মমতা বন্দ্যোপাধ্যায়|
আসন্ন বিধানসভা ভোটে বিজেপি ২০০ আসন পাবে বলে যে দাবি করছে তার পাল্টা চ্যালেঞ্জ ছোড়েন অভিষেক | এদিন তিনি বলেন, তৃণমূলের আসন সংখ্যা এবার ২৫০-এর কম হবে না | বিজেপি আগে ডবল ডিজিট পার করে দেখাক | তৃণমূল সাংসদের হুঁশিয়ারি, দক্ষিণ ২৪ পরগনার ৩১-এর ৩১ আসন পাবে তৃণমূল | জেলার একটা বুথেও পদ্ম ফোটাতে পারবে না গেরুয়া শিবির |এদিনও দলত্যাগীদের নিশানা করে নাম না করে শুভেন্দুকে কটাক্ষ করে অভিষেকের মন্তব্য, কেন্দ্র ও রাজ্যে এঁরা এক সরকার চায় কারণ, চুরি করলে আর কেউ ধরার থাকবে না |