দেবরীনা মণ্ডল সাহা, কলকাতা :-শীতের জন্য কুয়াশা, আর কুয়াশার জন্য ট্রেন লেট। এ অবশ্য রোজকার ঘটনা। তবে এক-দুঘণ্টা নয়, একেবারে ২৮ ঘণ্টা দেরিতে চলেছে রাজধানীর মতো প্রিমিয়াম ট্রেনও। আজ, শুক্রবার শিয়ালদহে ২৮ ঘণ্টা পরে ঢুকল দিল্লি-শিয়ালদহ রাজধানী। আজ, দুপুর ২টো ২০-তে শিয়ালদহ ঢোকে এই রাজধানী এক্সপ্রেস। দিল্লি থেকে কুয়াশার কারণে ট্রেনটি প্রথমে দেরিতে ছাড়ে|
পরবর্তী সময়ে রাস্তাতেও তা দেরি করে। আর সব মিলিয়ে ২৮ ঘন্টা বিলম্ব করে ট্রেনটি।রেল সূত্রে খবর, ঘন কুয়াশার জন্য উত্তর ভারতে রেল চলাচল বিপর্যস্ত৷ কুয়াশার জন্যই এতটা অস্বাভাবিক দেরিতে রাজধানী এক্সপ্রেস শিয়ালদহে পৌঁছল বলে দাবি রেল কর্তাদের৷যদিও ট্রেন দেরিতে চললেও রেলের বিরুদ্ধে যাত্রী পরিষেবা নিয়ে কোনও অভিযোগ নেই যাত্রীদের৷ কারণ সময় মতো খাবার থেকে শুরু করে পানীয় জল, সবই পেয়েছেন যাত্রীরা৷ ট্রেন দেরিতে চলায় যাত্রীদের খাওয়ার জন্য খিচুড়ি, উপমার মতো খাবার দেওয়া হয় ট্রেনের ভিতরে৷তবে কুয়াশার কারণে নয়াদিল্লি থেকেই দেরিতে ছাড়ে ট্রেনটি | রওনা দেওয়ার পর থেকেই দীর্ঘক্ষণ থামতে থামতে আসে ট্রেনটি৷ চললেও গতি ছিল স্বাভাবিকের থেকে অনেক কম৷তবে পরিষেবা নিয়ে অভিযোগ না থাকলেও ট্রেন এতটা দেরিতে পৌঁছনোয় সমস্যায় পড়েন যাত্রীরা৷ অনেক যাত্রীকেই তাঁদের পূর্ব নির্ধারিত কাজ বাতিল করতে হয়েছে৷