নিজস্ব সংবাদদাতা :- আবারও বিতর্কে বিশ্বভারতী | এবার সঙ্গীত ভবন থেকে উধাও হয়ে গেল প্রশ্নপত্র | যার জেরে বন্ধ রাখতে হয়েছে রবীন্দ্র সঙ্গীত, রবীন্দ্র নৃত্য ও নাটক বিভাগের স্নাতক ও স্নাতকোত্তর পরীক্ষা | ১১, ১২ ও ১৩ ফ্রেরুয়ারি বিশ্বভারতীতে রবীন্দ্রসঙ্গীত, নৃত্য, নাটক ও হিন্দুস্থানি ক্লাসিক্যাল মিউজিকের স্নাতক ও স্নাতকোত্তরের পরীক্ষা ছিল | বিশ্ববিদ্যালয় সূত্রে খবর, ১০ ফ্রেরুয়ারি খোদ সঙ্গীতভবনের নৃত্য বিভাগের প্রধানের ঘর থেকে খোয়া যায় প্রশ্নপত্র | ঘটনাটি জানাজানি হতেই তড়িঘড়ি বৈঠকে বসেন বিশ্বভারতী কর্তৃপক্ষ | সেই বৈঠকের পর এদিন সাংবাদিক সম্মেলনে ওই তিন বিভাগের বাতিল করার সিদ্ধান্ত ঘোষণা করলেন সঙ্গীতভবনের অধ্যক্ষ স্বপনকুমার ঘোষ |প্রশ্নপত্র চুরির ঘটনায় কি নৃত্যবিভাগের প্রধান বিরুদ্ধে তদন্ত হবে? উত্তরে সঙ্গীতভবনের অধ্যক্ষ স্বপনকুমার ঘোষ বলেন, ‘তিনি খুবই ভালো মানুষ। কাউকে হয়তো বিশ্বাস করে ঠকে গিয়েছেন’ | এদিকে, আরও একটি বিষয় নিয়ে সংগীতভবনে তৈরি হয়েছে জটিলতা | দীর্ঘদিন ধরে বেতন বন্ধ সংগীত ভবনের অধ্যাপিকা শ্রুতি বন্দ্যোপাধ্যায়ের | কলকাতা হাইকোর্টের নির্দেশের পরেও এখন তিনি বেতন পাননি | এবার তাঁর ভবনে প্রবেশ বন্ধ করে দিল কর্তৃপক্ষ | ফের একবার সমালোচনার মুখে বিশ্বভারতীর বিশ্ববিদ্যালয়ের ভাবমূর্তি |