Breaking News

বাংলার হাসপাতালগুলোতে ‘বহিরাগতদের’ চাপ কমাতে সরকারি হাসপাতালগুলিতে নয়া ফরমান জারি করল স্বাস্থ্য ভবন!

প্রসেনজিৎ ধর, কলকাতা :-বাংলা ছাড়া অন্য রাজ্য থেকে রোগী এলে সরকারি হাসপাতালে আধার কার্ড দেখাতে হবে, তবেই মিলবে চিকিৎসা। এবার স্বাস্থ্য দফতরের পক্ষ থেকে এমন ফরমানই জারি করা হয়েছে। তবে রেফার প্রেসক্রিপশন’‌কে অগ্রাধিকার দেওয়া হবে। যদি ভিন রাজ্য থেকে এই রাজ্যে কেউ চিকিৎসার জন্য আসেন। কিন্তু এই ভিন রাজ্য থেকে আসা রোগীরা বিনামূল্যে চিকিৎসা পরিষেবা পাবেন কিনা সেই বিষয়টি এখন স্বাস্থ্য ভবনের হাসপাতাল প্রশাসন বিশেষজ্ঞ কমিটি পর্যালোচনা করে দেখছেন। এই নিয়ে সরকারি হাসপাতালগুলিতে ফরমান জারি করেছে স্বাস্থ্য ভবন। ভিন রাজ্য ও প্রতিবেশী দেশের রোগীর চাপ ক্রমশ বাড়ছে পশ্চিমবঙ্গের সরকারি হাসপাতালে। দেশের মধ্যে একমাত্র পশ্চিমবঙ্গে নিখরচায় চিকিৎসা হয়। তাই অন্যরাজ্যের রোগীর চাপে হিমশিম অবস্থা সিংহভাগ সরকারি হাসপাতালের। সমস্যা এতটাই প্রকট যে রাজ্যের রোগীদেরই অনেক সময় এক হাসপাতাল থেকে অন্য হাসপাতালে ঘুরতে হয়। তাই বছরের শুরুতেই নতুন নিয়ম চালু করতে চলেছে স্বাস্থ্যদপ্তর। স্বাস্থ্য অধিকর্তা ডা. সিদ্ধার্থ নিয়োগী বলেছেন, ‘‘দেশের মধ্যে একমাত্র পশ্চিমবঙ্গে সরকারি হাসপাতালে মাত্র দুটাকায় হার্ট, সেরিব্রাল স্ট্রোকের অস্ত্রোপচার-সহ সব চিকিৎসা হয়। ভিনরাজ্যের রোগীরাও চিকিৎসা করতে এসে এই সুযোগ পান। তবে রাজ্যের রোগীদের স্বার্থে নতুন নিয়ম চালু হবে। সব প্রস্তাব খতিয়ে দেখে সিদ্ধান্ত নেবে সরকার।’’ ভিনরাজ্য তো বটেই, বাংলাদেশ, নেপাল, ভুটান এমনকী মায়ানমার থেকেও ফি-বছর রোগীরা চিকিৎসা করতে আসেন। আবার প্রতিবেশী দেশের রোগী চিকিৎসা করাতে এলে সংশ্লিষ্ট দেশের হাই কমিশন থেকে ছাড়পত্র খতিয়ে দেখা হবে। এদিকে পিজি, এনআরএস, আরজিকর ছাড়াও সাব ডিভিশন হাসপাতালগুলির হিমশিম অবস্থা। গত বছর সরকারি হাসপাতালে রাজ্যের প্রায় ৭৫ শতাংশ রোগী পরিষেবা পেয়েছেন। কিন্তু একটা বড় অংশের রোগীকে শয্যার অভাবে বিভিন্ন হাসপাতাল অন‌্যত্র রেফার করতে বাধ্য হয়েছে। মেডিক্যাল কলেজের রোগী কল্যাণ সমিতির চেয়ারম্যান বিধায়ক ডা. সুদীপ্ত রায় বলেছেন, ‘‘ভিন রাজ্য ছাড়াও প্রতিবেশী দেশের রোগী সরকারি হাসপাতালে চিকিৎসা করে সুস্থ হয়ে দেশে ফিরে যায়। রাজ্যের চিকিৎসক ও স্বাস্থ্য ব্যবস্থাপনা সন্তোষজনক বলেই এটা সম্ভব হয়েছে। তবে রাজ্যের রোগীদের যাতে ঘুরতে না হয় তাও বিবেচনায় রাখতে হবে।’’

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *