Breaking News

নরেন্দ্রপুরের স্কুলে গন্ডগোলের ঘটনায় প্রধান শিক্ষক-সহ অভিযুক্তদের রাতের মধ্যেই গ্রেপ্তার,নির্দেশ হাইকোর্টের!

দেবরীনা মণ্ডল সাহা, কলকাতা :- নরেন্দ্রপুরের স্কুলে গন্ডগোলের ঘটনায় হস্তক্ষেপ হাইকোর্টের। অভিযুক্তদের গ্রেপ্তারির সময়সীমা বেঁধে দিলেন বিচারপতি। প্রধান শিক্ষক-সহ অভিযুক্তদের সোমবার রাতের মধ্যেই গ্রেপ্তার করতে হবে। আপাতত স্কুলে ঢুকতে পারবেন না অভিযুক্ত প্রধান শিক্ষকও। গত ২৭ জানুয়ারি নরেন্দ্রপুরে বলরামপুর এম এন বিদ্যামন্দিরে নজিরবিহীন ঘটনা ঘটে। ক্লাস নিচ্ছিলেন শিক্ষকরা। সে সময়ে দুষ্কৃতীরা ভিতরে ঢুকে শিক্ষকদের বেধড়ক মারধর করে। বাধা দিতে গিয়ে আক্রান্ত হয় ছাত্ররাও। স্কুলের এই ঘটনা ক্যামেরাবন্দি করেন কেউ। সেটিই ভাইরাল হয়ে পড়ে। ঘটনার দৃশ্য দেখে রীতিমতো স্তম্ভিত হয়ে পড়ে শিক্ষামহল। আক্রান্ত শিক্ষকদের অভিযোগ, স্কুলের প্রধান সৈয়দ ইমতিয়াজ আহমেদের নির্দেশেই এই ঘটনা ঘটেছে। ঘটনার পরই সেদিন পুলিশ অভিযোগের ভিত্তিতে ২ জন অভিযুক্তকে গ্রেফতার করে। আদালত ভিডিয়ো দেখে কয়েকজনকে চিহ্নিতও করে।

জল গড়ায় আদালত পর্যন্ত। আদালত নরেন্দ্রপুর থানার আইসিকে ডেকে পাঠায় | আদালতের নির্দেশে সোমবার আদালতে হাজিরা দেন নরেন্দ্রপুর থানার আইসি। এদিনই বিচারপতি অভিযুক্ত প্রধান শিক্ষক-সহ এফআইআর এ নাম থাকা সকল অভিযুক্তকে গ্রেফতারের নির্দেশ দেন। বিচারপতির নির্দেশ, সোমবার রাতের মধ্যেই গ্রেফতার করতে হবে। আপাতত স্কুলে ঢুকতে পারবেন না ওই প্রধান শিক্ষক।

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *