প্রসেনজিৎ ধর :- এবার পার্শ্বশিক্ষকদের আন্দোলনের পাশে দাঁড়ালেন বিজেপি নেতা রাজীব বন্দ্যোপাধ্যায় | শনিবার পার্শ্বশিক্ষকদের আন্দোলনে যোগ দিয়ে রাজ্যের মমতা বন্দ্যোপাধ্যায় সরকারকে তীব্র আক্রমণ করলেন রাজীব বন্দোপাধ্যায় | তাঁর অভিযোগ, রাজ্যের তৃণমূল সরকার সার্বিকভাবে ব্যর্থ | অনশনমঞ্চের সামনে দাঁড়িয়ে বললেন, ‘বেকার যুবকদের জন্য গলা ফাটিয়েছে, কর্মসংস্থানের জন্য সওয়াল করেছি | কিছুই করতে পারেনি সরকার|প্রাক্তন বনমন্ত্রী বলেন, ‘ওঁদের দাবি ন্যায়সঙ্গত |পার্শ্বশিক্ষকদের সঙ্গেও বঞ্চনা করা হচ্ছে | এতদিন ধরে অনশন করছেন, এঁদের কথা শোনা হচ্ছে না | এটা তো বাংলার রাজনীতি নয় |’ সঙ্গে আশ্বাস দিলেন ‘আমি এখন যে দলে আছি, সেই দল যদি সরকার গড়ে, তাহলে এইসব দাবিগুলি গুরুত্ব দিয়ে বিবেচনা করা হবে |’ এদিন রাজীব আরও বলেন , ‘ভোট এসে গেছে বলে দুয়ারে সরকার, পাড়ায় সমাধানের মতো কর্মসূচী সরকারকে নিতে হয়েছে। কারণ, ‘পায়ের তলায় মাটি নেই, এ কথা বুঝতে পেরে গেছেন’ | এবারের অন্তর্বর্তী বাজেটের তীব্র সমালোচনা করেছেন রাজীব | তাঁর অভিযোগ, ‘বাজেটের আকারে নির্বাচনী প্রতিশ্রুতি দেওয়া হয়েছে|’ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি থেকে শুরু করে বিজেপি নেতারা কেন্দ্রের কিষাণ সম্মান নিধি ও আয়ুষ্মাণ প্রকল্প রাজ্যে রূপায়ণ না করায় মমতা বন্দ্যোপাধ্যায় সরকারের সমালোচনা করে আসছেন | রাজীব ফের এ বিষয়ে সরব হয়ে বলেন, ‘কৃষাণ সম্মান নিধি না দেওয়ায় বাংলার কৃষকরা বঞ্চিত হচ্ছেন। কিষাণ সম্মানের সঙ্গে কৃষক বন্ধু প্রকল্পও চালু হওয়া উচিত |