প্রসেনজিৎ ধর, কলকাতা :-বুধবার থেকে শুরু হওয়ার কথা ছিল বাংলায় রাহুল গান্ধীর দ্বিতীয় দফার যাত্রা। সেই মতো এদিন দুপুরে বিহার সীমান্ত ধরে মালদহে ঢোকে রাহুলের গাড়ি। সেই সময়েই আচমকা কংগ্রেস নেতার গাড়ির পিছনের স্ক্রিনের কাচে এসে ঢিল। রিয়ার স্ক্রিন ভেঙে চুরমার হয়ে যায়। আর সেই ঘটনা নিয়ে মুখ খুললেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। পরিষ্কার জানিয়ে দিলেন, এসব তিনি পছন্দ করেন না।
সঙ্গে এও বললেন বাংলায় নয়, রাহুলের গাড়ির কাচ ভেঙেছে বিহারে। এদিন রাহুল গান্ধী যখন বিহারের কাটিহার থেকে বাংলার মালদহে প্রবেশ করেছেন, সেই সময় মালদহের সভাতেই বক্তব্য পেশ করছিলেন মমতা বন্দোপাধ্যায় । সেখান থেকে মুর্শিদাবাদে যান মমতা। মুর্শিদাবাদের মঞ্চ থেকে মমতা দাবি করেন, মালদহ থেকে হেলিকপ্টারে ওঠার পর তাঁর কাছে একটি মেসেজ আসে। তখনই তিনি রাহুলের গাড়িতে হামলার কথা জানতে পারেন। মমতা বলেন, “মেসেজ পেলাম রাহুলের গাড়িতে কারা কাচ ভেঙে দিয়েছে। আমরা তো এসব পছন্দ করি না। করিও না। পরে খোঁজ নিয়ে দেখলাম ওটা বাংলায় হয়নি। কাটিহারে হয়েছে।” এই প্রসঙ্গে নীতীশ কুমারের নামও উল্লেখ করেন মমতা। তিনি বলেন, “বিহারে সবেমাত্র বিজেপি আর নীতীশ এক হয়েছে। ওদের রাগ থাকতেই পারে। কিন্তু এখানে যে কেউ মিটিং মিছিল করতে পারে। আমাদের কোনও আপত্তি নেই।”