দেবরীনা মণ্ডল সাহা, কলকাতা :- নরেন্দ্রপুরের স্কুলে সম্প্রতি যে হামলার ঘটনা ঘটে, তাতে কড়া পর্যবেক্ষণ ছিল কলকাতা হাইকোর্টের। বলরামপুর মন্মথনাথ বিদ্যামন্দিরে শিক্ষকদের ওপর হামলার ঘটনায় প্রথম থেকেই অভিযোগ ছিল প্রধান শিক্ষকের বিরুদ্ধে। ঘটনার পরই আদালের নির্দেশ দেয় যাতে প্রধান শিক্ষক ওই স্কুলে প্রবেশ করতে না পারে। এরপর থেকে স্কুলে যাননি তিনি। এবার তাঁকে সাসপেন্ড করল মধ্যশিক্ষা পর্ষদ। প্রধান শিক্ষক সৈয়দ ইমতিয়াজ আহমেদকে সাসপেন্ড করা হয়েছে। মনে করা হচ্ছে, বিচারপতির কড়া নির্দেশ ও পর্যবেক্ষণের কথা মাথায় রেখে তদন্ত চলাকালীন প্রধান শিক্ষক পদ থেকে সাসপেন্ড করার সিদ্ধান্ত নিয়েছে পর্ষদ। বদলে দেওয়া হল মাধ্যমিকের সেন্টার-ইন-চার্জকেও।
গত সপ্তাহে নরেন্দ্রপুরের ওই স্কুলে আচমকা হামলার ঘটনা ঘটে। অভিযোগ বহিরাগত কিছু লোকজন স্কুলে ঢুকে হামলা চালায়। ওই স্কুলের প্রধান শিক্ষকের বিরুদ্ধে অনেক দিন ধরেই দুর্নীতির অভিযোগ সামনে এসেছিল। আর হামলার পর নতুন করে অভিযোগ সামনে আসে। এই মামলায় বিচারপতি বিশ্বজিৎ বসুর পর্যবেক্ষণ ছিল, প্রধান শিক্ষক ছাড়াও আরও কেউ থাকতে পারেন এই ঘটনার পিছনে।এর আগে অভিযোগের ভিত্তিতে ডিআই-এর দেওয়া রিপোর্টকে মান্যতা দিয়ে প্রধান শিক্ষককে শোকজ করেছিল বোর্ড। তাঁকে স্কুলে প্রবেশ করতে দেওয়া হচ্ছিল না। প্রধান শিক্ষকের অনুপস্থিতিতে মাধ্যমিক পরীক্ষার জন্য কে সুপারভাইজার হবেন, সেই প্রশ্ন উঠেছিল। মধ্যশিক্ষা পর্ষদ মঙ্গলবারই হাইকোর্টে জানিয়ে দেয়, স্কুলের শিক্ষক শিবনাথ চাটুইকে সুপারভাইজার হিসেবে নিযুক্ত করা হবে।
Hindustan TV Bangla Bengali News Portal