দেবরীনা মণ্ডল সাহা :- ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেনের গ্রেফতারিতে মুখ খুললেন মমতা বন্দ্যোপাধ্যায় | ইডি-র হাতে গ্রেফতার হয়েছেন ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী। জমি দুর্নীতি মামলায় তাঁকে গ্রেফতার করে কেন্দ্রীয় সংস্থা। এবার কি মমতা বন্দ্যোপাধ্যায়ও গ্রেফতারির আশঙ্কা করছেন? সরাসরি তা না বললেও মুখ্যমন্ত্রী এদিন বলেন, “আমাকেও যদি জেলে পুরে দেয়, জেল ফুটো হয়ে বেরিয়ে আসব।”সাত ঘণ্টা ইডি জেরার পর বুধবার রাতে ইস্তফা দেন ঝাড়খণ্ডের প্রাক্তন মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেন । এরপরই গ্রেপ্তার করা হয় তাঁকে। সেই ঘটনাকে কেন্দ্র করে রাজনৈতিক মহলে বিস্তর আলোচনা চলছে। এদিকে বর্তমানে জেলা সফরে রয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এদিন কৃষ্ণনগরে সরকারি পরিষেবা প্রদান অনুষ্ঠান থেকে বিজেপিকে একহাত নেন তিনি। হেমন্ত সোরেনের গ্রেপ্তারি প্রসঙ্গ না তুলেও বুঝিয়ে দেন এভাবে চক্রান্ত করে তাঁকে বিপাকে ফেলা যাবে না। তিনি বলেন, ‘‘ভোটের আগে জেতার জন্য অনেককে গ্রেপ্তার করছে। আমাকে জেলে পুরলেও আামি জেল ফুটো করে বেরিয়ে আসব!