প্রসেনজিৎ ধর, কলকাতা :-মমতা বন্দ্যোপাধ্যায়ের ধর্না মঞ্চে তাঁকে দেখা যায়নি। এই নিয়ে নানা গুঞ্জন শুরু হয়ে যায়। তাহলে কি দলের অন্দরে বিরোধ লেগেছে? নবীন–প্রবীণ মতপার্থক্য কি তৈরি হয়েছে? এমন নানা প্রশ্ন উঠতে শুরু করেছে। মমতা বন্দ্যোপাধ্যায় রেড রোডে বসে প্রতিবাদ জানাচ্ছিলেন। সেখানে অন্যান্য বিধায়ক–সাংসদরা হাজির হলেও দেখা মেলেনি ডায়মন্ডহারবারের সাংসদের। কোথায় আছেন অভিষেক? এই প্রশ্নের উত্তর জানতে চান অনেকে। এবার তারই মধ্যে সামনে এল নতুন তত্ত্ব। তৃণমূল কংগ্রেস সাংসদ অভিষেক বন্দোপাধ্যায় অসুস্থ বলে দাবি করলেন আর এক প্রবীণ সাংসদ সৌগত রায়।গত শুক্রবার থেকে ৪৮ ঘণ্টার ধর্নায় বসেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। কেন্দ্রীয় বঞ্চনার দাবিতেই ধর্নায় দেন তিনি। একটু পিছনে ফিরে তাকালেই মনে পড়বে, গত বছর এই একই দাবি নিয়ে দিল্লি পর্যন্ত গিয়েছিলেন অভিষেক নিজে। ধর্নায় দিয়েছিলেন দেশের রাজধানীতে।
ফিরে এসে বসেছিলেন রাজভবনের কাছে। তিনি নিজেই জানিয়েছিলেন, বকেয়া না মিটলে আসরে নামবেন খোদ দলনেত্রী। অথচ লোকসভা নির্বাচনের আগে মমতার ধর্নায় নেই অভিষেক।বিমানবন্দরে সৌগত রায়কে এই প্রসঙ্গে জিজ্ঞাসা করা হলে তিনি বলেছিলেন, “এসেছে নিশ্চয়। আমার জানা নেই। খোঁজ নিয়ে দেখুন। আমি তো ওর পিএ নই।” এবার সেই একই প্রশ্নের উত্তরে সৌগত বলেন, আমি জানি না। আমার ধারণা ওর কোনও শারীরিক অসুস্থতা আছে। ওর সঙ্গে কথা হয়নি, তবে আমার মনে হয় চিকিৎসা চলছে।সূত্রের খবর, অভিষেকের অফিস থেকে দুটো তথ্য় জানানো হচ্ছে। একাংশ বলছে, চিকিৎসার কাজে দিল্লিতে রয়েছেন তিনি, আর এক অংশ বলছেন ব্যক্তিগত কোনও জরুরি কাজে ব্যস্ত আছেন। আজ সোমবার দিল্লি যাচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায়। শোনা যাচ্ছে, তাঁর সঙ্গেই কলকাতায় ফিরতে পারেন অভিষেক বন্দ্যোপাধ্যায়।মমতা উঠে গেলেও ধর্না মঞ্চ রয়েছে এখনও। ফিরে আসার পর সেখানে অভিষেককে দেখা যাবে কি না সেই জল্পনা রয়েছে।