প্রসেনজিৎ ধর, কলকাতা :- লোকসভা নির্বাচনের প্রস্তুতিও পুরোদমে শুরু করে দিয়েছে আলিমুদ্দিন স্ট্রিট৷ কংগ্রেসের সঙ্গে শেষ পর্যন্ত বামেদের জোট হোক না হোক, রাজ্যের বিয়াল্লিশটি আসনের জন্য নিজেদের প্রার্থীদের নাম চূড়ান্ত করে রাখতে চাইছে সিপিএম৷ শুধু তাই নয়, একই সঙ্গে এবার প্রার্থী বাছাইয়ের ক্ষেত্রে বেশি করে তরুণ মুখের উপরে জোর দিতে চাইছে সিপিএম নেতৃত্ব৷ জেলার নেতৃত্বের কাছেও সেই বার্তা পৌঁছে গিয়েছে৷এরই মধ্যে বুধবার থেকে শুরু হয়ে গিয়েছে সিপিআইএমের রাজ্য কমিটির দু’দিনের বৈঠক। নির্বাচনী কৌশল থেকে শুরু করে প্রার্থী বাছাই সবটা নিয়েই এদিনের বৈঠকে জোরদার আলোচনা হয়েছে বলে খবর। প্রসঙ্গত, সম্প্রতি রাজ্যজোড়া ইনসাফ যাত্রার পর বড় ব্রিগেড করে ফেলেছে সিপিএমের যুব ব্রিগেড। লোকসভা নির্বাচনেও ভাল ফলের ব্যাপারে আত্মবিশ্বাসী বামেরা। শোনা যাচ্ছে. লোকসভা নির্বাচনেও তরুণ মুখেই ভরসা রাখতে চায় আলিমুদ্দিন স্ট্রিট। আসন প্রতি চারজনের তালিকা তৈরির নির্দেশ জেলাগুলিকে। চলতি মাসেই প্রার্থী তালিকা ঝাড়াই-বাছাইয়ের প্রাথমিক কাজ শেষ করার নির্দেশ দেওয়া হয়েছে বলে খবর। এই তালিকায় যত বেশি সম্ভব তরুণ মুখকে প্রাধান্য দিয়েই তালিকা তৈরি করতে হবে বলে জেলা গুলোকে নির্দেশ দেওয়া হয়েছে। সূত্রের খবর, কয়েকদিন আগেই এসএফআইয়ের বড় দায়িত্ব থেকে সরে দাঁড়িয়েছেন সৃজন ভট্টাচার্য, প্রতীকউর রহমান। এই দুজনেই আবার লড়েছেন শেষ বিধানসভা নির্বাচনে। শোনা যাচ্ছে লোকসভার ময়দানেও দেখা যেতে পারে তাঁদের। প্রার্থী হতে পারেন শেষ বিধানসভা নির্বাচনে নন্দীগ্রামে মমতার বিরুদ্ধে লড়া মীনাক্ষী মুখোপাধ্যায়ও। তবে কোন কোন আসনে তাঁদের টিকিট দেওয়া হতে পারে সে বিষয়ে নিশ্চিতভাবে এখনও কিছু জানা যায়নি। লোকসভা নির্বাচনে কৌশল ঠিক করতে আলিমুদ্দিন স্ট্রিটে দু’দিনের রাজ্য কমিটির বৈঠক শুরু হয়েছিল ৭ই ফেব্রুয়ারি। সেখানেই জেলা কমিটিগুলিকে প্রত্যেকটি আসনের জন্য কম করে চারজন প্রার্থীকে প্রস্তুত করার জন্য নির্দেশ দেওয়া হয়েছে। প্রাথমিকভাবে ওই প্রার্থীদের প্রস্তুত করার পরবর্তী পদক্ষেপ হিসেবে চলতি মাসের মধ্যেই সেখান থেকে একজন প্রার্থীকে বেছে নেওয়া হবে। মূলত তরুণদের উপরেই এবার লোকসভা নির্বাচনে বাজি রাখতে চাইছে আলিমুদ্দিন স্ট্রিট।
Hindustan TV Bangla Bengali News Portal