দেবরীনা মণ্ডল সাহা, কলকাতা :- আগামী মাসের প্রথম সপ্তাহেই রাজ্যে আসছে জাতীয় নির্বাচন কমিশনের ফুল বেঞ্চ, বিজ্ঞপ্তি জারি করে বৃহস্পতিবার এমনটাই জানিয়েছে জাতীয় নির্বাচন কমিশন | আগামী ৪ মার্চ দু’দিনের সফরে আসছেন মুখ্য নির্বাচন কমিশনার রাজীব কুমার-সহ ১২ জন নির্বাচনী আধিকারিক| নির্বাচনী প্রস্তুতি খতিয়ে দেখতেই এই সফর বলে জানিয়েছে কমিশন|সামনেই লোকসভা নির্বাচন। যদিও এখন নির্ঘণ্ট প্রকাশ করেনি জাতীয় নির্বাচন কমিশন।
তবে সেটা নিয়ে চূড়ান্ত প্রস্তুতি শুরু হয়ে গিয়েছে। তাই লোকসভা নির্বাচনের প্রস্তুতি খতিয়ে দেখতে বাংলায় আসছে নির্বাচন কমিশনের ফুলবেঞ্চ। সূত্রের খবর, আগামী ৪ মার্চ রাজ্যে আসছে নির্বাচন কমিশনের ফুলবেঞ্চ। ৪–৬ মার্চ রাজ্যে লোকসভা নির্বাচনের প্রস্তুতি খতিয়ে দেখবেন তাঁরা। সর্বদলীয় বৈঠক হবে ৫ মার্চ সকালে। সেদিনই জেলাশাসকদের সঙ্গে বৈঠক রয়েছে। পুলিশ সুপারদের সঙ্গে তখন বৈঠক হবে। ৬ মার্চ রাজ্যের মুখ্যসচিব, রাজ্য পুলিশের ডিজি’র সঙ্গে বৈঠক হবে এবং পরে সাংবাদিক সম্মেলন করবে নির্বাচন কমিশনের ফুলবেঞ্চ। জাতীয় নির্বাচন কমিশনের বিস্তারিত সূচি ইতিমধ্যেই পাঠানো হয়েছে রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দফতরে।মার্চ মাসের দ্বিতীয় সপ্তাহেই লোকসভা নির্বাচনের দিনক্ষণ ঘোষণা করে দিতে পারে নির্বাচন কমিশন বলে সূত্রের খবর। আগেই আসার কথা ছিল। তবে বিশেষ কাজ থাকায় নির্বাচন কমিশন মার্চ মাসে আসছে। লোকসভা নির্বাচনের কথা মাথায় রেখে শুরু হয়েছে, রাজনৈতিক দলগুলির প্রচার। ভোট কবে হবে? সেটা এখনও স্পষ্ট না হলেও হাতে আর খুব বেশি সময় নেই। তারই মধ্যে রাজ্যে আসছে নির্বাচন কমিশনের ফুলবেঞ্চ। সুতরাং নির্বাচন কমিশনার–সহ সব আধিকারিকরা আসতে চলেছেন কলকাতায়। লোকসভা নির্বাচনের আগে সবরকম প্রস্তুতি খতিয়ে দেখবেন তাঁরা। তার পরই দিনক্ষণ ঘোষণা করা হবে।
Hindustan TV Bangla Bengali News Portal