দেবরীনা মণ্ডল সাহা :- এবার কর্মী সমর্থকদের কাছে মমতা বন্দ্যোপাধ্যায়কে এক ক্লিকে পৌঁছে দিতে নতুন মোবাইল অ্যাপ্লিকেশনের সূচনা করল তৃণমূল কংগ্রেস | বিজেপির রথযাত্রার পাল্টা কর্মসূচি | স্রেফ মোবাইল অ্যাপ নয়, ভোটের প্রচারের এবার ‘দিদির দূত’ হয়ে রাজ্যের বিভিন্ন প্রান্তে যাবেন তৃণমূলের শীর্ষ নেতারা | শনিবার এক রাজনৈতিক সভা শেষে ডায়মন্ডহারবার থেকে ‘দিদির দূত’মোবাইল অ্যাপ্লিকেশনের উদ্বোধন করেন যুব তৃণমূল সভাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায় | গত ৪ ফেব্রুয়ারি দিদির দূত অ্যাপ নামক এই অ্যাপটি গুগল প্লো-স্টোরে আসে | তারপর থেকে এখনও পর্যন্ত ১ লক্ষের বেশি মানুষ এই অ্যাপ ডাউনলোড করে ফেলেছেন বলে জানা গেছে | তৃণমূল সূত্রে জানানো হয়েছে, এই অ্যাপের মাধ্যমে মাধ্যমে পশ্চিমবঙ্গের মানুষ সরাসরি তৃণমূলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে যোগাযোগ করতে এবং তাঁর কাজ-উদ্দেশ্য ও লক্ষ্য সম্পর্কে জানতে পারবেন | ‘দিদির দূত’ অ্যাপ্লিকেশন যাঁরা ব্যবহার করবেন, তাঁরা সরাসরি মমতা বন্দ্যোপাধ্যায়ে সঙ্গে সংযুক্ত হতে পারবেন এবং তাঁর সভাগুলি সবার সঙ্গে একই সময় দেখতে পাবেন | মমতা বন্দ্যোপাধ্যায়কে তাঁদের মতামতও এই অ্যাপ্লিকেশনের মাধ্যমে পৌঁছে দিতে পারবেন অ্যাপ ব্যবহারকারীরা | আসন্ন বিধানসভা নির্বাচনের আগে জনগণের আরও কাছে পৌঁছে যেতেই এই অ্যাপ্লিকেশন সহায়ক হয়ে উঠতে পারে বলে মনে করা হচ্ছে | তবে বাম পরিষদীয় দলনেতা সুজন চক্রবর্তী শাসকদলের এই প্রয়াসকে কটাক্ষ করেছেন | তাঁর কথায়, “দিদিকে বলো, বাংলার গর্ব মমতা ব্যর্থ হয়েছে | এখন আবার দিদির দূত। এসব আবার কী! দিদি তো নিজেই সব| সব আসনে তিনিই প্রার্থী| তাহলে তাঁর আবার দূত কেন?”