প্রসেনজিৎ ধর :- ঘাটাল সাংগাঠনিক জেলার চেয়ারম্যান পদ থেকে অপসারিত হলেন শঙ্কর দলুই। তাঁর জায়গায় পদ পেয়েছেন রাধাকান্ত মাইতি। শনিবার অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং পরে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে বৈঠক করেছিলেন দেব। তাৎপর্যপূর্ণভাবে, সেই বৈঠকের ২৪ ঘণ্টার মধ্যেই এই সিদ্ধান্ত নিল শাসক শিবির |শনিবার পর্যন্ত জল্পনা ছিল দেব রাজনীতি ছাড়ছেন। কিন্তু প্রথমে অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং পরে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে বৈঠক করার পর বিষয়টির জট কাটে। পরিষ্কার হয়ে যায় যে, দেব আসন্ন নির্বাচনে তৃণমূলের প্রার্থী হচ্ছেন।
তবে দেবকে নিয়ে বারবার সংঘাতে জড়িয়েছে ঘাটালের প্রাক্তন বিধায়ক শঙ্কর দলুই। দেবের রাজনৈতিক ভবিষ্যৎ নিয়ে আলোচনার মাঝেই বিতর্কের কেন্দ্রে আসে একটি অডিও ক্লিপ। অভিযোগ ওঠে, দেব তাঁর সাংসদ তহবিলের টাকার জন্য ৩০ শতাংশ কমিশন চেয়েছেন। অডিও ক্লিপের কন্ঠ ঘাটালের প্রাক্তন বিধায়ক শঙ্কর দলুইয়ের বলে দাবি করা হয়। যদিও অভিযোগ অস্বীকার করেন শঙ্কর। কিন্তু তাঁর সঙ্গে দেবের সম্পর্কে যে অবনতি হয়েছে তা স্পষ্ট হয়। এরপরই শঙ্কর দলুইকে তাঁর পদ থেকে অপসারিত করা হল।