নিজস্ব সংবাদদাতা :- একুশের নির্বাচনের আগে শাসক -বিরোধী তরজা চলছে রাজনীতির অন্দরে | এবার পথ দুর্ঘটনার কবলে পড়ল রানাঘাটের বিজেপি সাংসদ জগন্নাথ সরকারের গাড়ি | শনিবার রাত সাড়ে ১১টা নাগাদ বারাসত হেলা বটতলায় দুর্ঘটনাটি ঘটে বলে জানা গেছে | তাঁর গাড়িতে ধাক্কা মারে একটি লরি | সে সময় গাড়ির ভিতরেই ছিলেন সাংসদ | জানা গেছে, এদিন রাতে দিল্লি থেকে কলকাতা বিমানবন্দরে নামেন জগন্নাথ সরকার | সেখান থেকে শান্তিপুরে বাড়ি ফেরার পথেই এই দুর্ঘটনা ঘটে | একটি লরি আচমকা তাঁর গাড়িকে হেলা বটতলায় ধাক্কা মারে বলে অভিযোগ | ভেঙে গিয়েছে গাড়ির লুকিং গ্লাস | জগন্নাথবাবুর অভিযোগ, পরিকল্পিতভাবে এই ঘটনা ঘটানো হয়েছে | গাড়ির চালক ও দেহরক্ষীর তৎপরতায় অল্পের জন্যে বড় বিপদ থেকে রক্ষা পান | এই ঘটনার পূর্ণাঙ্গ তদন্তের দাবি করেছেন সাংসদ। বারাসত থানায় অভিযোগও জানিয়েছেন তিনি | এই ঘটনায় ইতিমধ্যে ২জনকে আটক করেছে পুলিশ |