নিজস্ব সংবাদদাতা :- বিজেপি নেতার গাড়ি লক্ষ্য করে গুলি ও বোমাবাজির অভিযোগ | ঘটনাকে কেন্দ্র করে শনিবার সন্ধেয় উত্তপ্ত হয়ে উঠল বসিরহাট | মিনাখাঁয় ‘আক্রান্ত’ বিজেপি নেতা বাবু মাস্টার | তাঁর গাড়ি লক্ষ্য করে গুলি, বোমা ছোড়া হয়েছে বলেও অভিযোগ | কিছুদিন আগে বিজেপিতে যোগদান করেন ফিরোজ কালাম গাজি ওরফ বাবু মাস্টার নামে ওই ব্যক্তি | জানা গেছে,শনিবার বসিরহাটে সাংগঠনিক বৈঠক সেরে কলকাতা যাচ্ছিলেন তিনি | মিনাখাঁ থানার কাছে লাউহাটি মোড় এলাকায় পৌঁছতেই তাঁর গাড়ি লক্ষ্য করে গুলি চালায় দুষ্কৃতীরা | বোমাবাজিও করা হয় বলে অভিযোগ। গুরুতর জখম হন কালাম গাজি | ক্ষতিগ্রস্ত হয় তাঁর গাড়ি | উত্তপ্ত হয়ে ওঠে এলাকা | খবর পেয়েই ঘটনাস্থলে যায় পুলিশ | স্থানীয় বাসিন্দা ও পুলিশের উদ্যোগে তড়িঘড়ি স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয় ওই ব্যক্তিকে |পরে তাঁকে কলকাতার হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে। জানা গিয়েছে, নতুন করে ওই এলাকায় অশান্তি ছড়াতে পারে, সেই কারণে প্রচুর পুলিশ মোতায়েন করা হয়েছে | কে বা কারা এর পিছনে রয়েছে? রাজনৈতিক কারণে এই আক্রমণ নাকি নেপথ্যে অন্য কোনও রহস্য লুকিয়ে আছে, তা জানার চেষ্টা করছে তদন্তকারীরা | তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদেরই দায়ী করছে বিজেপি | যদিও এই অভিযোগ অস্বীকার করেছে রাজ্যে শাসকদল | বাবু মাস্টারকে দেখতে রাতেই হাসপাতালে যান বিজেপি নেতা শুভেন্দু অধিকারী ও শঙ্কুদেব পণ্ডা | সূত্রের খবর, যখন তৃণমূলে ছিলেন, তখন শুভেন্দু অধিকারীর ঘনিষ্ঠ হিসেবে পরিচিত ছিলেন বাবু মাষ্টার | শুভেন্দু দল ছাড়ার পর সদ্য তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দিয়েছেন তিনি | অভিযুক্তদের কঠোরতম শাস্তির দাবি জানিয়েছেন স্থানীয় বিজেপি নেতারা | একুশের নির্বাচন যতই এগিয়ে আসছে রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে অশান্তির খবর প্রকাশ্যে আসছে। যা নিয়ে উত্তাল রাজ্য-রাজনীতি |