Breaking News

নিয়োগ দুর্নীতি মামলায় পার্থ ঘনিষ্ঠ ব্যবসায়ী রাজীব দের বাড়িতে তল্লাশি ইডির!

দেবরীনা মণ্ডল সাহা, কলকাতা :- প্রাথমিকে নিয়োগ দুর্নীতি মামলায় ফের অ্যাকশনে নামল ইডি। শুক্রবার সকাল থেকেই কলকাতার পাঁচটি জায়গায় তল্লাশি অভিযান শুরু করে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। নিয়োগ দুর্নীতি মামলায় গ্রেপ্তারের পর জেলবন্দি রয়েছেন প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। এবার পার্থ ঘনিষ্ঠ ব্যবসায়ী ও প্রোমোটারের বাড়িতে হানা দিল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার আধিকারিকরা। শুক্রবার সকালে নাকতলায় পার্থ চট্টোপাধ্যায়ের বাড়ির ঠিক উল্টোদিকেই ব্যবসায়ী রাজীব দে’‌র পাঁচতলা বাড়িতে তল্লাশি অভিযান চালায় ইডি।

পাশাপাশি ব্যবসায়ীর শ্রীরাম কনস্ট্রাকশনের অফিসেও তল্লাশি চালায় ইডি। ইডি সূত্রে খবর, বিপুল পরিমাণ কালো টাকা বাজারে খাটিয়েছেন পার্থ ঘনিষ্ঠ এই প্রোমোটার। তাঁর নামে একাধিক বেনামি সম্পত্তি রয়েছে বলে দাবি করা হচ্ছে ইডি সূত্রে। এর আগেও ৩–৪ বার রাজীব দে’‌কে নোটিশ পাঠিয়ে জিজ্ঞাসাবাদ করেছিল ইডি। জানা গেছে রাজীব দে ছাড়াও তাঁর পরিবারের সদস্যদেরও জিজ্ঞাসাবাদ করছে ইডি। এর পাশাপাশি, বালিগঞ্জ ফাঁড়ি, বাঁশদ্রোণী এলাকাতেও চলে ইডির তল্লাশি অভিযান।নাকতলার ব্যবসায়ী রাজীব দে,তিনি প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের ঘনিষ্ঠ বলে বরাবর পরিচিত। এলাকায় গুঞ্জন, মন্ত্রী ঘনিষ্ঠতার কারণেই ওই এলাকায় ‘শ্রীরাম কনস্ট্রাকশন’ নামে তাঁর প্রোমোটিংয়ের ব্যবসা ফুলে ফেঁপে উঠেছে। শিক্ষক নিয়োগ দুর্নীতিতে যাঁরা জড়িত, তাঁদের মধ্যে এই রাজীব দে-ও রয়েছেন বলে ইডির কাছে খবর। আর সেই সূত্রেই শুক্রবার তাঁর বাড়িতে তল্লাশি চালান কেন্দ্রীয় তদন্তকারীরা। রাজীব দে বাদে তাঁর পরিবারের সদস্যদেরও জিজ্ঞাসাবাদ করা হচ্ছে বলে খবর। সূত্রের খবর, প্রাথমিক নিয়োগ দুর্নীতি মামলায় পার্থের সঙ্গে রাজীবের ‘যোগসূত্র’ উঠে এসেছে। পার্থের ঘনিষ্ঠ হিসেবে পরিচিত বাপ্পাদিত্য দাশগুপ্ত এবং পার্থ সরকারকে জিজ্ঞাসাবাদ করে রাজীবের বিষয়ে বিভিন্ন তথ্য জানতে পেরেছে ইডি। তাঁকে নিয়ে আরও একাধিক প্রশ্নের উত্তরও খোঁজা অন্যদিকে, রাজীবের বাড়িতে তল্লাশির মধ্যেই ইডির একটি দল যায় বাঁশদ্রোণীর একটি ফ্ল্যাটে। সেটিও রাজীবের ফ্ল্যাট বলে দাবি করা হয়েছে। সেইসঙ্গে গোলপার্কের একটি গয়না দোকানের অফিসেও গিয়েছেন ইডির আধিকারিকরা। ওই সংস্থার মালিকের বাড়িতেও তল্লাশি চালানো হয় বলে সূত্রের খবর। তবে পুরো বিষয়টি নিয়ে আপাতত কোনও মন্তব্য করেনি ইডি। শুধু ইডি আধিকারিকদের মধ্যে তৎপরতা দেখা গিয়েছে।

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *