পার্থ মুখার্জি :- বিজেপির পরিবর্তন যাত্রার রথ কেশপুরে পৌঁছতেই তা এক পলক দেখার জন্য রাস্তার দুধারে উপচে পড়ল সাধারণ মানুষের ভীড় | এদিন কেশপুরের পরিবর্তন যাত্রার পথ সভার মঞ্চ থেকে ফের শাসকদলকে বিঁধলেন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ | ভোটের প্রচারে তৃণমূলের ‘দিদির দূত ‘কে এদিন কটাক্ষ করলেন তিনি | মানুষ পশ্চিমবাংলা থেকে তৃণমূল নামক লিমিটেড কোম্পানিকে উৎখাত করবেন বলেও এদিন হুঙ্কার দিলেন দিলীপ ঘোষ |
তাঁর দাবি, রাস্তাঘাট উন্নয়ন সহ কৃষকদের উন্নয়ন করার লক্ষ্যে কার্যত বিজেপিকে রাজ্যে নিয়ে আসার আহ্বান জানান তিনি| বর্তমান রাজ্য সরকারকে কটাক্ষ করে বলেন, যে বাংলার স্বপ্ন স্বামী বিবেকানন্দ দেখেছেন, যে বাংলার স্বপ্ন নেতাজী সুভাষচন্দ্র বসু দেখেছেন, যদি সেই স্বপ্ন সত্যিকারের করতে হয় আমি আপনাদের আবার বলব, ১০ বছর সুযোগ দিয়েছেন, দয়া করে ৫ বছর ভারতীয় জনতা পার্টিকে সুযোগ দিন যদি দেখেন আমরা কাজ করতে পারলাম না, আবার আপনারা পাল্টে দেবেন | রবিবার সেই পরিবর্তনের রথ চন্দ্রকোনার গাছশীতলা মন্দির প্রাঙ্গণ থেকে বেরিয়ে কেশপুর ব্লকের বিভিন্ন জায়গা ঘুরে পাছখুরি হয়ে এসে পৌঁছোয় কেশপুর বাজারে | এদিন কেশপুরের খেতুয়া থেকে বাইক রেলির মধ্য দিয়ে বিজেপি কর্মীরা পাছখুরি বাজার এলাকায় এই রথকে স্বাগত জানাতে উপস্থিত হয় | এই পথসভায় উপস্থিত হন দিলীপ ঘোষ,রাজ্য বিজেপির সাধারণ সম্পাদিকা লকেট চট্টোপাধ্যায় সহ জেলার অন্যান্য নেতারা |
Hindustan TV Bangla Bengali News Portal